পিয়া চক্রবর্তীর গলায় মালা দিলেন ভারতীয় অভিনেতা ও নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায়। এ খবর কারোরই অজানা নয়। আর এ ঘটনার মধ্য দিয়ে ‘ব্যাচেলার’ তকমা ঘুচিয়েছেন পরমব্রত। কিন্তু টালিউডের এ অভিনেতাকে দেখে বিয়ের শপথ নিয়েছেন আরেক অভিনেতা রুদ্রনীল ঘোষ। এক বাংলা সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিজের এ ইচ্ছার কথা জানান পরমব্রতর বন্ধু টালিউডের আরেক ব্যাচেলর রুদ্রনীল।
পশ্চিমবঙ্গের এ রাজনীতিবিদ জানান, হঠাৎ পরমব্রত এভাবে বিয়ে করায় তিনি দারুণ খুশি। রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিকও নাকি এ বিষয়ে কিছু জানতেন না। এভাবেই হঠাৎ করে রুদ্রনীল বিয়ে করে ফেলতে চান। কিন্তু বললেই তো হলো না। সামনে লোকসভা নির্বাচন। সেই নিয়ে ব্যস্ততা হয়েছে।
লোকসভা নির্বাচনের পরই কি বিয়ের পরিকল্পনা- এ প্রশ্নের জবাবে রুদ্রনীল জানান, প্রায় ১০ বছর ধরে তার বিয়ে করার পরিকল্পনা রয়েছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কিন্তু এবার অভিনেতা শপথ নিয়েছেন, ২০২৪ সালেই বিয়েটা সেরে ফেলবেন। কিন্তু পাত্রী কে? কাউকে কথা দিয়ে রেখেছেন? নাকি খুঁজছেন? সে বিষয়ে অবশ্য কিছু জানাননি রুদ্রনীল।
নয়াশতাব্দী/আরেজ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ