ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

২ আসন থেকে আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন ফেরদৌস

প্রকাশনার সময়: ২৫ নভেম্বর ২০২৩, ২১:৪৩

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১০ এবং ঢাকা-১৮ থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়ক ফেরদৌস।

দলীয় মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে এ দুই আসন থেকে অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করার ব্যাপারে গণমাধ্যমকে ফেরদৌস বলেন, মনোনয়ন ফরম সংগ্রহ করতে সেখানে মানুষের অনেক ভিড় দেখেছি। যেহেতু অনলাইনে উইং খোলা হয়েছে সেজন্য সেখানে না গিয়ে অনলাইন থেকে সংগ্রহ করি।

তিনি বলেন, সেখানে আমি যাওয়া মানে আরও ভিড় বাড়ানো। আমি মানুষের সেবা করতে চাচ্ছি, সেখানে উল্টো ভোগান্তি বাড়ানোর কোনো মানে হয় না। মনে হয়েছে, আমি না গেলে কিছু মানুষের ভিড় হয়তো কমবে। সেই জায়গা থেকে অনলাইনে নিয়েছি, জমাও দিয়েছি।

চিত্রনায়ক ফেরদৌস অভিনয়ে বরাবরই আলো ছড়িয়ে এসেছেন। বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও তার জনপ্রিয়তা তুঙ্গে। এখন রাজনীতির মাঠেও সরব তিনি।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ