শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর সম্পর্ক মোটেই ভালো নয়, এমন কানাঘুষোও শোনা যায়। এর মাঝেই জানা গেছে, নিজের একটি বাংলো মেয়ে শ্বেতা বচ্চনকে উপহার দিলেন অমিতাভ বচ্চন।
এবারের দীপাবলিতে বাবা অমিতাভ বচ্চন মেয়ে শ্বেতাকে উপহার হিসেবে লিখে দিয়েছেন তার বাবার দেয়া বাড়ি ‘প্রতীক্ষা’। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, অমিতাভ বচ্চনকে ‘প্রতীক্ষা’ নামের এই বাংলোটি উপহার দিয়েছিলেন তার বাবা হরিবংশ রায় বচ্চন। এই বাড়িতেই বিগ বি কাটিয়েছেন তার বাবা-মায়ের সঙ্গে। এ বাংলোটির দুটি অংশ রয়েছে। একটি ৮৯০.৪৭ বর্গফুট। অন্যটি ৬৭৪ বর্গফুট।
আরও জানা গেছে, গত ৮ নভেম্বর উপহারের ডিড সই করেছেন বিগ বি। দলিলের নথিও প্রকাশ্যে এসেছে।
অমিতাভ ও জয়া দুজনে মিলে মেয়ে শ্বেতাকে এই বাংলো উপহার দেন। বাংলোটির আনুমানিক দাম প্রায় ৫০ কোটি রুপি।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ