সম্প্রতি হাসপাতালে ভর্তি, সুস্থ হয়ে ফেসবুকে স্ট্যাটাস, রাতে লাইভ, সাংবাদিকদের হুমকিসহ নানা ঘটনায় আলোচনার মুখে পড়েন তানজিন তিশা। এ ঘটনায় ডিবি কার্যালয়ে গিয়েও অভিযোগ জানান তিনি। যদিও ক্ষমা চেয়েছিলেন ফেসবুক পোস্টে। পরে সেই পোস্ট মুছেও ফেলেন।
মূল আলোচনা থেমেও গিয়েছিল। কিন্তু একদিন বিরতি দিয়ে রোববার মধ্যরাতে নতুন করে আলোচনার কেন্দ্রে আসেন তিশা। এরপর ক্ষিপ্ত হন সাংবাদিকেরা এবং প্রতিবাদে মানববন্ধনও করেন। অনেকেই বিষয়টি নিয়ে কথা বলেছেন। এবার মুখ খুললেন জায়েদ খান।
জায়েদ খান বলেন, সব সময় নায়ক-নায়িকাদের বিপদে পাশে ছিলেন বিনোদন সাংবাদিকরাই। মেয়েটি (তানজিন তিশা) ই্মম্যাচিউরড আরকি। এজন্যই হয়তো সাংবাদিকদের সঙ্গে ঝামেলা করতে গেছে। সাংবাদিকরা যদি কোনো তারকার দিক থেকে মুখ ফিরিয়ে নেন, তখন দাঁড়ানো খুব টাফ। খুবই কঠিন। এক কথায় সাংবাদিকদের সঙ্গে ঝামেলা করে শিল্পীদের টিকে থাকা খুব কঠিন।
নিজের অভিজ্ঞতা জানিয়ে জায়েদ বলেন. আমার সঙ্গে অনেক সাংবাদিকের ঝামেলা হয়েছিল। কিন্তু আমি এত বড় করিনি। সিনিয়র সাংবাদিকদের মাধ্যমে মিটমাট করেছি। আইন, পুলিশ ব্যবহার করা শিল্পীদের উচিত না। এতে শিল্পীদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। একবার সাংবাদিকরা খেপে গেলে ওই তারকার ওঠে দাঁড়ানো টাফ।
তিনি আরও বলেন, মেয়েটিকে (তানজিন তিশা) দেখেছি, তেমন আমি চিনি না। আমি মনে করি বাচ্চা মেয়ে, ইমম্যাচিউরড। তাকে কারা বুদ্ধি দেয় আমি জানি না। এরা আসলে বোকা।
এ বিষয়ে জায়েদ খান বলেন, আমি সত্যিই তানজিন তিশাকে চিনি না। তার নাম শুনেছি। যাকে চিনি না, তাকে জোর করে চেনানোও সম্ভব না। সাংবাদিকদের সঙ্গে তার এমন আচরণ করা ঠিক হয়নি।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ