অঙ্কিতা লোখন্ডে ও তার স্বামী ভিকি জৈনের দাম্পত্য যেন দিন দিন তিক্ততায় রূপ নিচ্ছে। সালমান খানের রিয়েলিটি শো বিস বসে এই জুটির দারুণ কিছু মুহূর্ত দেখতে পাবেন বলে আশা করেছিলেন ভক্তরা। তবে ঘটল তার ঠিক উল্টোটা। নিজের রাগ সামলাতে না পেরে স্বামীকে ক্যামেরার সামনেই পায়ের চটি ছুড়ে মারেন অঙ্কিতা। হঠাৎ কী এমন হলো যে ভিকি জৈনর ওপর এমনভাবে মেজাজ হারালেন তিনি?
সম্প্রতি আইনজীবী সানা রইসের সঙ্গে বেশির ভাগ সময় কাটাতে দেখা গেছে ভিকিকে। শুধু তাই নয়, বেশ কয়েকবার একান্তে সানার হাত ধরতে দেখা গেছে তাকে। স্বামীর এমন কাণ্ডের কারণেই কি মেজাজ হারিয়ে একেবারে পায়ের চটি খুলে মারলেন অঙ্কিতা! আসলে এমন সন্দেহ করছিলেন অনেকে।
তবে না, শুধুই সানার কারণে নয়, রয়েছে অন্য কারণও। এই মুহূর্তে বিগ বসের খেলার নিয়ম অনুযায়ী অঙ্কিতা এক ঘরে রয়েছেন, ভিকি রয়েছেন অন্য ঘরে। ভিকি এবং আরও এক প্রতিযোগী খানজাদি নাকি ইশা মালব্যের খাবার খেয়ে নিচ্ছেন। যদিও ভিকি ও খানজাদি দুজনেই ইশার এমন অভিযোগ উড়িয়ে দেন। সেই মুহূর্তে ময়দানে নামেন অঙ্কিতা।
নয়াশতাব্দী/ আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ