দুবাইয়ে আরাভ খানের একটি মোবাইলের শোরুম উদ্বোধনের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন হিরো আলম।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন হিরো আলম।
তিনি জানান, আগামী রোববার দুবাইয়ের সাবকা বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত আরবাজ সেন্টারে আরাভ খানের মোবাইল শপ ‘আরাভ মোবাইল পয়েন্ট’ উদ্বোধন করা হবে।
এর আগে গত ১৪ মার্চ আরাভের স্বর্ণের দোকান উদ্বোধনে গিয়েছিলেন হিরো আলম। সঙ্গে ছিলেন ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানও। তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ