ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

এবার ডিপফেকের শিকার বলি অভিনেত্রী?

প্রকাশনার সময়: ১৭ নভেম্বর ২০২৩, ০৯:২৩ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৩, ১০:৫৭

কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে রাশমিকা মান্দানার বিকৃত একটি ভিডিও। গোটা দুনিয়ায় রীতিমতো হইচই পড়ে যায়। ডিপফেক এআই প্রযুক্তি দিয়ে তৈরি রাশমিকার এই ভিডিও নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভয় বাড়িয়ে দেয়। খোদ রাশমিকাও এই ভিডিও ভাইরাল হওয়ার পর আতঙ্কের কথা বলেছেন। এ ধরনের ন্যক্কারজনক কাজের বিরুদ্ধে মুখ খুলেছেন অমিতাভ বচ্চন। এমনকী, এই ঘটনায় পুলিশের হাতে আটক বিহারের এক যুবকও। তবুও যেন আটকানো যাচ্ছে না ডিপফেক ভিডিওর ফাঁদ। রাশমিকার পর এবার ভাইরাল হলো বলিউড অভিনেত্রী কাজলের ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কাজল পোশাক বদলাচ্ছেন। এই ভিডিও ভাইরাল হতেই সাইবার সেল নড়েচড়ে বসে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ভিডিও একেবারেই ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং ভিডিওটিও বেশ পুরনো।

জানা গেছে, আসল ভিডিওটি এক টিকটক ব্যবহারকারীর। যিনি ফ্যাশন সংক্রান্ত টিপস দেওয়ার জন্যই এই ধরনের ভিডিও আপলোড করেছিলেন। সেই মহিলার মুখেই বসিয়ে দেওয়া হয়েছে কাজলের মুখ।

নয়াশতাব্দী/ আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ