২০২২ সালের বলিউড সিনেমায় নাম লেখান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার এক বছর পর এলো মুক্তির খবর। তবে ভারতের কোনো প্রেক্ষাগৃহে নয়, রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার গল্পের সিনেমা ‘করক সিং’ মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে।
ভারতের খ্যাতিমান নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ্যে এসেছে। স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভে চলতি বছরের শেষদিকে মুক্তি পাচ্ছে এটি।
জয়া আহসান ছাড়াও ‘কদাক সিং’ সিনেমায় প্রধান চরিত্রে আছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আরও আছেন 'দিল বেচারা'খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংঘী ও মালয়ালম অভিনেত্রী পার্বতী।
প্রসঙ্গত, একটি ভেঙে যাওয়া পরিবারের গল্প নিয়ে এগিয়ে যাবে জয়ার হিন্দির সিনেমার গল্প।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ