বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

খেলতে চান জায়েদ খান 

প্রকাশনার সময়: ২৫ অক্টোবর ২০২৩, ১৬:৩৩

বিশ্বকাপে ভারতের ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। এ দিন ব্যাট হাতে চার-ছক্কার বৃষ্টিতে রানের পাহাড় গড়েছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার দেওয়া পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে একের পর এক উইকেটের পতন হতে থাকে বাংলাদেশের। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপরও ১৪৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল।

মঙ্গলবার টাইগারদের এই হারের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র ক্রিকেট নিয়ে আলোচনা-সমালোচনায় মুখর সব শ্রেণি-পেশার মানুষ। সেই তালিকায় যুক্ত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খানও।

বুধবার (২৪ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাংলাদেশ ক্রিকেট দলকে অনেকটা খোঁচা মেরেই জায়েদ খান স্ট্যাটাস দিয়েছেন। বাংলাদেশ দলের জার্সি পরা ৪টা ছবি দিয়ে দিয়ে জায়েদ খান লিখেছেন, ‘মাঠে আমারই যেতে হবে।’ এর মাধ্যমে তিনি, ক্রিকেটারদের চেয়ে নিজেকেই খেলায় বেশি পারদর্শী বলে বোঝাতে চেয়েছেন!

জায়েদ খানের এই পোস্টে নানা শ্রেণির মানুষ এসে আলোচনা-সমালোচনা করে কমেন্ট করছেন। অনেকে বিষয়টি নিয়ে মজা করছেন। সাজ্জাদ খান নামে একজন কমেন্ট করেছেন, ‘আপনিতো ভালোই খেলেন, অন্তত এক বলে আউট হবেন না।’

নিশীতা মিতু নামে আরেকজন লিখেছেন, ‘আপনাকে ছাড়া সেমিতে উঠার কোনো সম্ভাবনা নাই!’ সাইদুল ইসলাম নামে আরেকজন লিখেছেন, ‘আপনাকে আর হিরো আলমকে দিয়ে ওপেনিং করানো হোক।’

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ