ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

শাকিব খান সম্পর্কে নতুন তথ্য দিয়ে বোমা ফাটালেন পলি

প্রকাশনার সময়: ১৭ অক্টোবর ২০২৩, ১৭:০৬
চিত্রনায়িকা রিয়ানা রহমান পলি। ছবি- সংগৃহীত

বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একসময় নায়িকা হিসেবে অভিনয় করতে দেখা যায় চিত্রনায়িকা রিয়ানা রহমান পলিকে। কিন্তু এখন আর তাকে সিনেমায় দেখা যায় না। সিনেমা থেকে দূরে থাকা এ অভিনেত্রী সম্প্রতি সংবাদমাধ্যমে আবারও আলোচনায় এসেছেন চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে মন্তব্য করে।

এক মাসে ৩৬ সিনেমায় সাইন করা নায়িকা পলি সম্প্রতি সংবাদমাধ্যমকে জানান, নায়িকা হিসেবে সিনেমায় অভিনয় করলেও এখন ব্যবসায়ী হিসেবেই নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন। তবে পুরানো স্মৃতিগুলো তার বারবারই মনে পড়ে।

সংবাদমাধ্যমে কথা বলার একপর্যায়ে পলি জানান, ক্যারিয়ারের শুরুতে তিনি যখন সিনেমায় অহরহ শুটিং করতেন তখন শাকিব খান প্রায়ই তাকে কল করত। ফোনে অনুরোধ জানাত, তাকে সিনেমায় নায়ক নেয়ার। কিন্তু বরাবরই শাকিবকে পাত্তা দিতেন না অভিনেত্রী।

পাত্তা না দেয়ার কারণ হিসেবে অভিনেত্রী পলি বলেন, ‘শাকিব তখন বেশ হ্যাংলা ছিল। ওই সময় শাকিবের ফিটনেসও যেমন ছিল না, অভিনয়েও ছিল না পরিণত। ওর চেয়ে তখন আমার চোখে নায়ক হিসেবে আমিন খানকেই বেশি লাগত। তাই আমি ওই সময় শাকিবের সঙ্গে সিনেমা করতে না বলেছি।’

শাকিব সম্পর্কে পলি আরও বলেন, ‘এখন নায়ক হিসেবে শাকিব খান সুপারস্টার। তার গুণের মহিমাতেই তিনি ওই জায়গায় এসেছেন। এটা বলতেই হবে। নায়ক হিসেবে এখন শাকিব পারফেক্ট। তবে শাকিবের একটা জিনিস আমার এখনও ভালো লাগে না। আর সেটি হলো, শাকিব নিজেকে ঘরবন্দি রাখে। শুটিং ছাড়া এফডিসির কোথাও তাকে দেখা যায় না। এমনকি পরিচিতদের সঙ্গেও তেমন কোথাও দেখা যায় না শাকিব খানকে।’

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ