ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

মধুচন্দ্রিমা নয় ‘গার্লস গ্যাং’-এ গেলেন পরিণীতি

প্রকাশনার সময়: ১৭ অক্টোবর ২০২৩, ১৪:৩২ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩, ১৪:৩৫

বিয়ের পরে মধুচন্দ্রিমায় নয়, ‘গার্লস গ্যাং’ -এর সঙ্গে বিদেশ ভ্রমণে গেলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ছবিও শেয়ার করেছেন তিনি। জানা গেছে, তিনি মালদ্বীপে সময় কাটাচ্ছেন।

গত ২৪ সেপ্টেম্বর বিয়ে হয়েছে পরিণীতির। বিয়ের পরে কাজে ফিরেছেন তিনি, তবে নিয়ম অনুযায়ী বজায় রেখেছেন সিঁদুর ও চূড়া পরা।

সেই প্রথা মেনেই, মার্জার সরণী থেকে শুরু করে মালদ্বীপ ভ্রমণ, পরিণীতির সঙ্গী তার বিয়ের গোলাপি সেই চূড়া। তার কপালে রয়েছে সিঁদুরও। এর আগে, বিভিন্ন জায়গায়, বিমান বন্দরেও সিঁদুর দেখা গিয়েছিল পরিণীতির।

অভিনেত্রী প্রথমে সোশ্যাল মিডিয়ায় একটি ছুটি কাটানোর ছবি শেয়ার করে নিয়েছিলেন। সেখানে কেবল দেখা গিয়েছিল নীল সমুদ্র ও পরিণীতির হাতের চূড়া। সেখানে পরিণীতি লিখেছিলেন, তিনি হানিমুনে যাননি।

এরপরে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করে নিয়েছেন পরিণীতি। কালো স্নান পোশাকে সুইমিং পুলে দেখা গেল তাকে। ভিজে চুল, সেখানেও তার সঙ্গী চূড়া।

ক্যাপশনে পরিণীতি লিখেছেন, ‘মধুচন্দ্রিমা নয়। ছবিটি আমার ননদ তুলেছে।’ সুতরাং বোঝাই যাচ্ছে, কেবল বন্ধুরা নয়, পরিণীতির সঙ্গী হয়েছেন তার শ্বশুরবাড়ির পরিবারের মানুষেরাও।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ