ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

অসুস্থ পরীমনি ৪ দিন হাসপাতালে, চাইলেন দোয়া

প্রকাশনার সময়: ১৬ অক্টোবর ২০২৩, ১৫:৩৯ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩, ১৫:৫২

রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন ঢাকাই সিনেমার আলোচিত পরীমনি। হঠাৎ জ্বর ও ঠাণ্ডাজনিত উপসর্গ নিয়ে ৪ দিন ধরে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন এ অভিনেত্রী।

'ডোডোর গল্প' নামের সরকারি অনুদানের নতুন সিনেমার টানা শুটিং করছিলেন রাজধানীতে। এর মধ্য দিয়ে দুই বছর বিরতির পর আবারও ক্যামেরার সামনে আসেন পরীমনি। তবে হঠাৎ জ্বর ও ঠাণ্ডাজনিত উপসর্গ নিয়ে শুটিং থেকে বিরতি নেন এই নায়িকা।

পরীমনি সোমবার গণমাধ্যমকে জানান, চার দিন ধরে হাসপাতালে আছি। প্রচণ্ড ঠাণ্ডা ও জ্বর। সবার কাছে দোয়া চাই।'

তিনি বলেন, 'ঠাণ্ডাটা কোনোভাবেই কমছে না। চেয়েছিলাম সিনেমার শুটিংটা শেষ করে দেব, তা আর হলো না,'।

তিনি আরও বলেন, 'রক্তচাপও কমে গেছে। তা ছাড়া নানুভাইও হাসপাতালে ভর্তি। সব মিলিয়ে একটা অন্যরকম সময় পার করছি। সৃষ্টিকর্তা যেন সুস্থ করে দেন।'

সম্প্রতি রেজা ঘটক পরিচালিত ডোডোর গল্প সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পরীমনি। এ ছাড়া একাধিক ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ