অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ‘অন্তর্জাল’ সিনেমা দিয়ে নতুনভাবে সামনে এলেন। সম্প্রতি যুক্ত হয়েছেন ‘চরিত্র’ শিরোনামের নতুন একটি সিনেমায়। এবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুকে ভালোবাসার কথা জানিয়েছেন।
তিনি সেখানে লিখেছেন, ‘আমার ঘৃণা করার কোন ক্ষমতা নেই। শুধু ভালোবাসি বলতে পারি।’
সুনেরাহ আরও বলেন, ‘তবে আমি তোমার ভালো চাই। তোমার সুস্থতা কামনা করি।’
কথাগুলো নায়িকা কাকে বললেন তা অবশ্য জানা যায়নি।
দীপংকর দীপনের পরিচালনায় সুনেরাহ অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অন্তর্জাল’। এ বিষয়ে তিনি কথা বলেছিলেন সংবাদমাধ্যমের সাথে। তিনি বলেছিলেন, ‘অন্তর্জাল’ এমন একটি পরিপূর্ণ কনটেন্ট, যেটা বর্তমান সময়ে সবার জন্য ফলপ্রসূ মেসেজ হিসেবে সবার কাছে যাবে। প্রযুক্তিনির্ভর একঘেয়ে কাঠখোট্টা নিরস নয়। রোমান্স, আবেগ, ফিলিংস সবই আছে ‘অন্তর্জালে’।
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ