ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

অমিতাভ বচ্চনকে জরিমানা

প্রকাশনার সময়: ০৬ অক্টোবর ২০২৩, ১৭:১৮

বিজ্ঞাপনের মুখ হয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে বিপাকে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। জনপ্রিয় অনলাইন শপিং সংস্থা ‘ফ্লিপকার্ট’ এর জন্য বিগ বিলিয়ন ডে সেলের বিজ্ঞাপনের জেরেই আইনি জটিলতায় জড়িয়েছেন অমিতাভ।

তার সঞ্চালনায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’ দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু এই

অভিনেতার বিরুদ্ধে বিজ্ঞাপনে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ ঠুকে দিয়েছে ‘দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডস’। তারা ১০ লাখ রুপি জরিমানাও চেয়েছে।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটির কাছে দেওয়া এক অভিযোগে বিজ্ঞাপনটিকে বিভ্রান্তিকর বলেছে সেই সঙ্গে এটি দেশের ছোট খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে গেছে বলে দাবি করেছে। এক বিবৃতিতে বিজ্ঞাপনটি প্রত্যাহারেরও অনুরোধ করেছে।

এ প্রসঙ্গে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স মহাসচিব প্রবীণ খান্ডেলওয়াল অভিযোগে বলেন, ধারা ২(৪৭) এর অধীনে সংজ্ঞা অনুযায়ী, ফ্লিপকার্ট অমিতাভ বচ্চনের (সমর্থক) মাধ্যমে অভিনয় করে, ভারতের স্মার্টফোন বাজারে বিক্রেতা/সরবরাহকারীদের দ্বারা মোবাইল ফোন যে দামে উপলব্ধ করা হচ্ছে সে সে সম্পর্কে জনসাধারণকে বিভ্রান্ত করেছে। অন্য ব্যক্তির পণ্য, পরিষেবা বা বাণিজ্যকে অপমান করার প্রভাব।

ওই বিজ্ঞাপনের জন্য ফ্লিপকার্ট-এর বিরুদ্ধে পেনাল্টিও ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট শপিং সাইটে একটা ইমেলের মাধ্যমে এই অভিযোগ আনা হয়। তবে অমিতাভ এই বিষয়ে এখনও মুখ খোলেননি।

প্রসঙ্গত, এর আগেও অমিতাভ বচ্চন পান মসলার বিজ্ঞাপনে অংশ নিয়ে ট্রলের শিকার হয়েছিলেন। শুধু তাই নয়, অজয় দেবগণকেও পান মসলার বিজ্ঞাপনে দেখা গেছে। অমিতাভ বচ্চন ছাড়াও শাহরুখ খান, সালমান খান, রণবীর সিংয়ের বেশ কিছু বিজ্ঞাপন নিয়েও বিতর্ক হয়েছে।

নয়া শতাব্দী/এসএ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ