ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। বেশিরভাগ সময় খবরের শিরোনামগুলো তার নামজুড়েই থাকে। দীর্ঘ ছুটি কাটিয়ে কাজে নিয়মিত হয়েছেন এই নায়িকা। দিলেন তার-ই নতুন খবর!
রোববার (১ অক্টোবর) পরী চুক্তিবদ্ধ হয়েছেন নির্মাতা অনম বিশ্বাসের ‘রঙ্গিলা কিতাব’ ওয়েব সিরিজে।
সাহিত্যিক কিংকর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে সাত পর্বের ওয়েব সিরিজটি।
এটা নিয়ে ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘দ্বিতীয় ইনিংস! নতুন করে শুরু! অনম বিশ্বাস। বিস্তারিত আসছে… আল্লাহ ভরসা।’‘রঙ্গিলা কিতাব’-এ প্রধান চরিত্রে অভিনয় করবেন পরীমণি। জানা গেছে, এতে আরও অভিনয় করবেন শ্যামল মাওলা, জিয়াউল হক পলাশসহ অনেকে।
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ