ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

আমি পিরোজপুর জেলা দলের ফাস্ট বোলার ছিলাম : জায়েদ খান

প্রকাশনার সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩২ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:১১
ফাইল ছবি

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান। নিজের ক্যারিয়ারে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন তিনি। ক্রিকেটার হতে পিরোজপুর থেকে ঢাকায় এসে হয়ে গেছেন একজন অভিনেতা। তবে ক্রিকেটার না হয়ে অভিনেতা হলেও ক্রিকেটের প্রতি তার ভালোবাসার কোনো কমতি নেই। এক সময় পিরোজপুর জেলা দলেরও ফাস্ট বোলার ছিলেন বলে দেশের একটি গণমাধ্যমে সাক্ষাৎকালে তিনি এসব কথা জানিয়েছেন।

জায়েদ খান বলেন, আমি ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতাম। আমি পিরোজপুর জেলা দলেও খেলেছি, ফাস্ট বোলার ছিলাম। ঢাকায় আসার উদ্দেশ্য ছিলো ক্রিকেটার হবো। এজন্যই মফস্বল থেকে ঢাকা আসা। কিন্তু ঢাকায় এসে মাঠ রেখে সিনেমা পর্দায় চলে গেছে। তারপরও ক্রিকেট দেখি, নিয়মিতই ক্রিকেটের সব বুঝি। ক্রিকেটের এমন কিছু নেই, ২২ গজের মধ্যে কি হয় মুখস্থ আমার।

তিনি আরও বলেন, সিনেমার পাশাপাশি ক্রিকেটকেও ভালোবাসি। স্বপ্ন দেখি বাংলাদেশ ক্রিকেট একদিন বিশ্বকাপ নিয়ে আসবে। আমরা তাদের এয়ারপোর্টে সংবর্ধনা দিবো। সেই স্বপ্ন আমি দেখি।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ