ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘প্রেমিক’ নামের একটি সিনেমা বানাবেন নির্মাতা রায়হান রাফী- এই খবর শোনা গেলেও শেষ পর্যন্ত সিনেমাটি আলোর মুখ দেখেনি।
গত ঈদুল আজহায় শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ও রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমাকে ঘিরে সৃষ্ট উত্তপ্ত পরিবেশের কারণে অনেকেই ধরে নিয়েছিলেন। সেই কারণে রাফীর নির্মাণে আর পাওয়া যাবে না শাকিবকে। তবে এবার শোনা যাচ্ছে, তাদের সেই সম্পর্কের উন্নতি ঘটেছে। নির্মাণ হতে যাচ্ছে ‘প্রেমিক’। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি।
দেশের একটি জাতীয় দৈনিকের খবরে বলা হয়েছে, এই সিনেমা নিয়ে শাকিব খানের গুলশানের অফিসে তিন দফা মিটিংও হয়েছে। শাকিবের অফিসে মিটিংয়ে রাফীর সাথে চরকিপ্রধান রেদওয়ান রনি, আলাফা আইয়ের শাহরিয়ার শাকিলও উপস্থিত ছিলেন। সব কথা পাকা। কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি। জানা গেছে, সিনেমাটি প্রযোজনা করবে চরকি ও আলফা আই।
এ প্রসঙ্গে রায়হান রাফী বলেন, “শাকিব ভাই দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক। আমি সব সময় বলে এসেছি, তার সাথে কাজ করতে চাই। আমরা একসাথে হলে অবশ্যই ভালো কিছু হবে।” নতুন প্রজেক্ট নিয়ে বলেন, “দেখা যাক, সময় হলেই সব জানাব।”
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ