ভারতের রাজনৈতিক দল আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সাথে ঘর বাঁধছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।
শনিবার (২৩ সেপ্টেম্বর) রাঘব-পরীর গায়ে হলুদ অনুষ্ঠান হচ্ছে। রাজস্থানের প্রাসাদের শহর হিসেবে খ্যাত উদয়পুরের লীলা প্রাসাদে তাদের বিয়ে হচ্ছে। শনিবার দিনভর সেখানে অতিথিরা পৌঁছেছেন। হাজির হয়েছেন বর-কনেও। রাত সাড়ে ১১টায় শুরু হবে তাদের হলুদ অনুষ্ঠান। খবর ইন্ডিয়া টুডে’র।
এর আগে সংগীত পর্ব সারবেন পরিণীতি ও রাঘব। নব্বই দশকের গানের আবহে সাজানো হয়েছে পর্বটি। সন্ধ্যা ৭টায় শুরু হবে এই পর্ব।
রোববার (২৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে পরিণীতি-রাঘবের চার হাত এক হবে। সেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরাই উপস্থিত থাকবেন। তারকাদের মধ্যে কারা থাকছেন, এ বিষয়ে এখনও সেভাবে জানা যায়নি। তবে অভিনেত্রী ভাগ্যশ্রী ও ডিজাইনার মণীশ মালহোত্রা ইতোমধ্যে বিয়ের ভেন্যুতে পৌঁছেছেন বলে খবর মিলেছে।
দীর্ঘ দিন প্রেমের পর গত ১৩ মে আংটি বদল করেছিলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। সেই আয়োজনে অবশ্য প্রিয়াঙ্কা উপস্থিত ছিলেন।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ