ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। শনিবার তারা হাজির হয়েছিলেন যমুনা ব্লকবাস্টার সিনেমাসের ১০ বছর পূর্তি উদযাপনে।
সেখানে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে অনন্ত মন্তব্য করেন, ‘আমার সুন্দরী বউ, আপনাদের বোন।’ এ সময় পাশেই দাঁড়িয়ে ছিলেন বর্ষা। তাকে উদ্দেশ্য করে অনন্ত বলেন, ‘এবার আমাদের সুন্দরী বউ কথা বলবে। আমার সুন্দরী বউ, আপনাদের বোন।’
অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠেছিলেন অনন্ত-বর্ষা। কিছুটা স্মৃতিকাতরও হন তারা। কেননা ২০১৩ সালে এই দম্পতির ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমা দিয়েই যাত্রা শুরু হয় যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস’র।
অনন্ত বলেন, ‘আজকে ব্লকবাস্টারের ১০ বছর পূর্ণ হলো। আপনারা সবাই জেনে আনন্দিত হবেন যে ‘নিঃস্বার্থ ভালোবাসা’ দিয়ে ব্লকবাস্টার ওপেনিং হয়। এত বড় একটা কোম্পানি, ছবির জন্য তাদের সাতটা স্ক্রিন আছে। আমরা যখনই ছবি রিলিজ করি তখনই ব্লকবাস্টার আমাদের জন্য ভাইটাল একটা পয়েন্ট।’
নয়া শতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ