ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

পশুপাখিদের জন্য কনসার্ট

প্রকাশনার সময়: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৪

এমএন প্রেজেন্ট ‘রক অ্যান্ড রান গালা ২০২৩’ অনুষ্ঠান কাল শনিবার। সেখানে থাকবে কনসার্ট ও ফ্যাশন শো’র আয়োজন। রাজধানীর তেজগাঁও-গুলশান আলোকি রেস্টুরেন্টে এই কনসার্টের ভেন্যু নির্ধারণ করা হয়েছে। কনসার্ট থেকে অর্জিত সব অর্থ দেশের বিভিন্ন জেলায় অবহেলিত পশুর জন্য ব্যয় করা হবে। অভয়ারণ্য অ্যানিমেল ওয়েলফেয়ারের মাধ্যমে এই অর্থ বন্য পশুদের চিকিৎসার কাজেও ব্যয় করা হবে বলে জানিয়েছেন কনসার্টটির ইভেন্ট ম্যানেজার আনিকা দে অন্তু। তিনি বলেন, ‘পৃথিবীর প্রতিটি জীবন সুস্থভাবে বেঁচে থাকতে চায়। কিন্তু মানুষ ছাড়া বাকি পশুপাখি তো আর বোঝে না সুস্থ থাকার উপায়। তাই দেশের অবহেলিত পশুপাখির কল্যাণে আমরা এই কনসার্ট আয়োজন করেছি। এখান থেকে যে অর্থ আসবে তার বড় একটি অংশ পশুপাখির নিরাপত্তা ও তাদের চিকিৎসায় ব্যয়ের জন্য দেশের বেসরকারি প্রতিষ্ঠান অভয়ারণ্য অ্যানিমেল ওয়েলফেয়ারে দান করব। তারা ঢাকা শহরসহ দেশের বিভিন্ন অসুস্থ ও অবহেলিত পশুপাখির চিকিৎসা, খাবারসহ বিভিন্ন কাজে ব্যয় করবে। এমন একটি আয়োজনের পরিকল্পনা আমরা দীর্ঘদিন ধরে করে আসছিলাম। আমরা চাই পৃথিবীতে সবাই সবার পাশে থাকুক, সবার জন্য চিন্তা করুক, তাহলেই সুন্দর এই পৃথিবী একদিন সবার হবে।’

এমন উদ্যোগ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান আনিকা। তিনি বলেন, ‘এটা মাত্র শুরু। আমাদের ভবিষ্যতে আরও বড় পরিকল্পনা রয়েছে। দেশের বিভিন্ন জেলায় নিয়মিত এমন আয়োজন করতে চাই। সবাইকে আমাদের ভাবনায় এক করতে এই প্রচেষ্টা। সবাই যেন অবহেলিত পশুপাখির কথা চিন্তা করে।’

কাল দুপুর ৩টায় কনসার্ট শুরু হবে। চলবে রাত ১০টা পর্যন্ত। আগত দর্শকদের জন্য দুই ধাপে টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে। সাধারণ টিকিটের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। সঙ্গে ভ্যাট। ভিআইপি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা। সঙ্গে ভ্যাট। ভিআইপিদের জন্য রাতে বুফে ডিনারের ব্যবস্থা থাকবে, যাতে গান শুনতে শুনতে রাতের খাবার খেতে পারেন। এমন একটি আয়োজনের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে আনন্দিত দেশের জনপ্রিয় মিউজিশিয়ান রিফ আল হাসান রাফা। তিনি বলেন, ‘শুরুতেই আমার কাছে আয়োজকদের উদ্দেশ্যটা দারুণ লেগেছে। কী সুন্দর একটি আয়োজন! আমরা গান গাইব, পশুপাখিদের উপকার হবে— এটা ভাবলেই মন ভালো হয়ে যায়। তাই আমি আমার বন্ধু ও ভক্তদের উদ্দেশ্যে বলব, আসুন শনিবার সবাই মিলেমিশে পশুপাখিদের জন্য কিছু করি। কারণ আমাদের যেমন বাঁচার অধিকার আছে তাদেরও পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। পৃথিবীর সৌন্দর্য তারা। তাদের পাশে থাকা আমাদের মানুষের দায়িত্ব। আমরা নিজেদের ভালো রাখতে জানি। তারা জানে না। তাই তাদের ভালো থাকার দায়িত্ব আমাদেরই নিতে হবে। এমন একটি আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ। আশা করি সামনে তাদের আরও উদ্যোগ থাকবে।’ কনসার্টের শেষ দিকে ডিজের আয়োজন করা হবে, যা বাজাবেন দেশের আন্তর্জাতিক ডিজে তারকা ডিজে সোয়ানিকা। তিনি বলেন, ‘আমি একজন পারফর্মার। পারফর্ম করতে আমার ভালো লাগে। তবে এবারের আয়োজনটি আমার কাছে ভিন্ন মনে হয়েছে। পশুপাখিদের কল্যাণে কনসার্ট করা হচ্ছে। এটি অসাধারণ উদ্যোগ। আমি স্বাগত জানাই। আমি নিজেও টিকিট কেটে কনসার্টটি দেখব। আমি চাই এই আয়োজনে আমার নিজেরও কিছু কন্ট্রিবিউশন থাকুক।’

কনসার্টে ডিজে সনিকাসহ মোট চারজন শিল্পী গান পরিবেশন করবেন। তাদের মধ্যে জন কবির, রিফ আল হাসান রাফা, সুন্ধি নায়েক ও তাশফি নিজেদের গান গাইবেন। আয়োজনে দর্শকদের জন্য আরও চমক রাখা হয়েছে বলে জানান আয়োজকরা।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ