শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

আগে জাওয়ান দেখব পরে অন্তর্জাল : সুনেরাহ

প্রকাশনার সময়: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৪

কয়েক দফা মুক্তি পিছিয়ে আগামী ২২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সাইবার থ্রিলার নিয়ে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘অন্তর্জাল’। এতে রোবটিকস ইঞ্জিনিয়ার প্রিয়ম চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তার বিপরীতে দেখা যাবে সিয়াম আহমেদকে। আট সেপ্টেম্বর মুক্তির কথা থাকলেও এখন তা দুই সপ্তাহ পিছিয়ে গেল। এতে খানিকটা খারাপ লাগছে অভিনেত্রীর। তার ভাষ্যে, ছবি মুক্তির বিষয় তো আর শিল্পীর হাতে থাকে না।

একজন শিল্পী হিসেবে আমার চাওয়া ছবিটা যেন একদম সম্পূর্ণ হয়ে সঠিকভাবে, ভালো সিনেমা হলে মুক্তি পায়। একটা ছবির সঙ্গে অনেকের অনেক পরিশ্রম জড়িত থাকে। দর্শক দেখলেই তাদের সেই পরিশ্রম সার্থক হয়। তার মানে কি বলতে চাচ্ছেন ছবিটার কাজ অসম্পূর্ণ ছিল?

সুনেরাহ বলেন, ‘অসম্পূর্ণ আগে ছিল, এখন নয়। এখন মুক্তি পেছানোর কারণ তো প্রযোজক, পরিচালক জানিয়েছেনই সবাইকে।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ