ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

‘জাওয়ান’ ভয়ে আসছে না ‘অন্তর্জাল’

খেপলেন ঝন্টু, দিলেন হুঁশিয়ারি
প্রকাশনার সময়: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২০

একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করেও দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ‘অন্তর্জাল’ সিনেমা মুক্তি দিতে পারছেন না পরিচালক। গেল দুই ঈদে ঘোষণা দিয়ে আসতে না পারার পর সিনেমাটির নতুন মুক্তির তারিখ ছিল আগামী ৮ সেপ্টেম্বর। তবে ৮ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে না ‘অন্তর্জাল’।

আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বের সঙ্গে একযোগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের তুমুল আলোচিত সিনেমা ‘জাওয়ান’। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির ব্যাপক চাহিদা থাকায় সেই ভয়ে মুক্তি স্থগিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করে জানায়, সিনেমাটির নতুন মুক্তির তারিখ ২২ সেপ্টেম্বর। এ বিষয়ে পরিচালক দীপংকর দীপন বলেন, ইন্টারনেটের রহস্যময় দুনিয়ার জাল আর চাল নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল।

‘অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

দেশের বাজারে মুক্তি পাচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’। আগামী ৭ সেপ্টেম্বর এটি বিশ্বব্যাপী মুক্তি পাবে। একই দিন বাংলাদেশেও সিনেমাটি মুক্তির প্রক্রিয়া চলছে। আর সে লক্ষ্যে সেন্সর বোর্ডেও জমা পড়েছে সিনেমাটি। তবে একই দিনে সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেয়া নিয়ে তৈরি হয়েছে কিছু জটিলতা। আর নিয়মের বাইরে গিয়ে ‘জওয়ান’ মুক্তি না দিতে হুঁশিয়ারিও দিয়েছে বরেণ্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

পরিবেশক সমিতির তথ্য অনুযায়ী, আগামী ৮ সেপ্টেম্বর মুক্তির তালিকায় আছে দুটি বাংলা সিনেমা। একটি হলো দেলোয়ার জাহান ঝন্টুর ‘সুজন মাঝি’ ও মুশফিকুর রহমান গুলজারের ‘দুঃসাহসী খোকা’। ঝন্টু জানান, প্রযোজক সমিতির নিয়মে আগামী সপ্তাহে শাহরুখ খানের ‘জওয়ান’ বা অন্য কোনো সিনেমা মুক্তি দেয়ার সুযোগ নেই।

তার কথায়, ‘প্রযোজক সমিতির নিয়মে একই সপ্তাহে দুটির বেশি সিনেমা মুক্তি দেয়ার সুযোগ নেই। সে হিসেবে আমি আর পরিচালক মুশফিকুর রহমান গুলজার আবেদন করেছিলাম। তাই আমার ‘সুজন মাঝি’ আর মুশফিকুর রহমান গুলজারের ‘দুঃসাহসী খোকা’ সিনেমা মুক্তি পাবে আগামী ৮ সেপ্টেম্বর। এই সপ্তাহে আর কোনো সিনেমা আসার সুযোগ নেই।’

ঝন্টু আরও বলেন, ‘এরপরও যদি নিয়মের বাইরে গিয়ে ‘জওয়ান’ বা তৃতীয় কোনো সিনেমা মুক্তি দেয়া হয়, তাহলে প্রযোজক সমিতির দায়িত্বে যারা আছেন, তাদের টেনেহিঁচড়ে রাস্তায় নামানো হবে।’ এই নির্মাতার মতে, ‘এ দেশে হিন্দি ছবি চলবে না। দেশের মানুষ বাংলা ভাষার ছবিই দেখে এসেছে আর তা-ই দেখবে।’

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ