ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ফাঁদে পা পরীমণির, বিকিনিতে উত্তাপ ঋতুপর্ণার!

প্রকাশনার সময়: ৩০ আগস্ট ২০২৩, ২১:৩২

শিগগিরই ওটিটিতে পর্দা মাতাতে আসছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ওয়েবফিল্ম ‘পাফ ড্যাডি’। প্রায় ৪ বছর আগে ‘পাফ ড্যাডি’র নির্মাণ কাজ শুরু করেছিলেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। তবে তিনি ফিল্মটির নির্মাণ থেকে সরে গেলে এতে পরিচালনার কাজে যুক্ত হন সহীদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু। শুরুতে এটি ওয়েব সিরিজ হিসেবে নির্মিত হলেও সম্প্রতি সিনেমার ফরম্যাটে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

গল্পে দেখা যাবে, আধ্যাত্মিক ও বাস্তবতার সমন্বয়ে গড়ে উঠেছে ‘পাফ ড্যাডি’। সিনেমাটির পরতে পরতে ছড়িয়ে আছে রহস্য। আর সেই ফাঁদেই পড়েন পরী। যার প্রমাণ পাওয়া যায় ‘পাফ ড্যাডি’র ট্রেলারে।

সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। তাকে ঘিরেই যতো রহস্য। উঠতি নায়িকা থেকে তরুণ রাজনীতিক- সবাই সাহায্যের জন্য ছুটে যান তার কাছে। এই ‘বাবা’র আশীর্বাদ পেলেই যেন জাদুকরী উপায়ে পরিবর্তন হয়ে যায় সবার ভাগ্য! সিনেমায় উঠতি নায়িকা টিনার চরিত্রে অভিনয় করেছেন পরীমণি।

৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে পরীমণি অভিনীত ‘পাফ ড্যাডি’। পরী ছাড়া সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, বিজরী বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদসহ অনেকে।

অন্যদিকে জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। টালিউড ও ঢালিউডে তিন দশক ধরে কাজ করছেন দুই বাংলায়। ঢাকাই সিনেমার কিংবদন্তি হুমায়ুন ফরীদি থেকে শুরু করে এ প্রজন্মের আরিফিন শুভ, সবার সঙ্গেই অভিনয় করেছেন পাল্লা দিয়ে। কিছুদিন আগেই ঢাকায় এক সংবাদ সম্মেলনে বয়স নিয়ে প্রশ্নে ক্ষোভ প্রকাশ করেছিলেন টালিউডের এই অভিনেত্রী। যদিও তার কারণও ব্যাখা করেছেন তিনি।

এবার তারই প্রেক্ষিতে বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো নিজের সৌন্দর্য ধরে রাখার ছবি প্রকাশ্যে আনলেন অন্তর্জালে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত বিভিন্ন ছবিতে ভক্তদের হৃদয়ে ঝড় তোলেন এই টালিউড কুইন।

সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিকিনি পরিহিত বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন এই নায়িকা। যার ক্যাপশনে লিখেছেন, দত্তা রিলিজের আগে নিজের সঙ্গে একটু সময় কাটানো। ঋতুপর্ণার খোলামেলা সেই ছবি ভক্তদেরও বেশ নজর কেড়েছে। ৫১ বছর বয়সে এসেও যেভাবে নিজেকে ফিট রেখেছেন এই নায়িকা, তারই প্রশংসা দেখা গেছে নেটিজেনদের মুখে।

এর আগে মাস খানেক আগেও গোলাপি বিকিনিতে ভক্তদের সামনে হাজির হয়েছিলেন এই নায়িকা। সেবারও নিজের সাহসী অবতারের বেশ প্রশংসা পেয়েছিলেন তিনি। লম্বা সময় পর বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমা নির্মিত হচ্ছে। নাম স্পর্শ। বাংলাদেশি নির্মাতা অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্তের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বাংলাদেশের অভিনেতা নিরব।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ