ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

সাকিব জানালেন খেলবেন না, পরী লিখলেন খেলা হবে

প্রকাশনার সময়: ২৫ আগস্ট ২০২৩, ১২:১৫
ছবি : সংগৃহীত

হঠাৎই রহস্যময় স্ট্যাটাস দিলেন টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১ টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব লিখেন, 'আমি আর খেলবোনা। খেলবে কে জানাচ্ছি…।'

সাকিবের এমন স্ট্যাটাস মুহূর্তেই ছড়িয়ে পড়ে। হইচই শুরু হয়ে যায় ভক্তদের মধ্যে। তিনি কেন এমন স্ট্যাটাস দিলেন তা নিয়ে প্রশ্ন দেখা দেয় জনমনে। পোস্টটি শেয়ার দিতে থাকেন অনেকেই। এই ভিড়ে অংশ নেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

বিষয়টি নিয়ে সাকিব কিছু না জানালেও ‘রহস্যময়’ পোস্টটি শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন পরী। সেখানে জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসকে ম্যানশন দিয়ে ক্যাপশনে পরী লিখেছেন, ‘খেলা হবে’। তবে সাকিবের মতো পরীর এই পোস্টটিও এখন সবার কাছে রহস্যে ঘেরা।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ