ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পত্তি পরীমণি-শরীফুল রাজ। বিয়ে-সংসার-স্বামী ও অভিনয় নিয়ে ভালোই কেটে যাচ্ছিল এই দম্পতির। মা হওয়ার পরও ঠিকঠাক চলছিল সবকিছু। কিন্তু হঠাৎ করেই বাঁধে বিপত্তি, স্বামী চিত্রনায়ক রাজের সঙ্গে তৈরি হয় মনোমালিন্য। সেই গল্পটা সবারই জানা। তারপর থেকে তাদের পুত্র পদ্মকে নিয়ে একাই লড়াই শুরু করেন পরী। রাজ থেকে আলাদা হয়ে যান। যদিও পরী চেয়েছিলেন একসঙ্গে থাকতে। তবে তা আর হয়ে ওঠেনি। পুত্রের জন্মদিন ১০ আগস্ট দেখা মেলেনি রাজের। এরপর থেকেই বেশ সমালোচিত হতে থাকেন চিত্রনায়ক রাজ।
রোববার (২০ আগস্ট) পরীর ফেসবুক পেজে ৪ মিনিট ৩ সেকেন্ডের একটি ভিডিও। সেখানে দেখা যায়, পরী তার সন্তার জন্মদিনের দিনের কর্মকাণ্ড নিয়ে সেখানে থাকা অতিথিদের সঙ্গে ভিডিওতে নানা রকম ভাবে পদ্ম ও নিজেকে উপস্থাপন করছেন। ক্যাপশনে লেখেন, একটা পরীর রাজ্য! সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজি। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। প্রশংসার জোয়ারে ভাসতে থাকেন পরী ও পদ্ম।
নয়া শতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ