মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব ‘সার্ভান্টিনো আন্তর্জাতিক উৎসব’-এর ৫১তম আসর। আগামীা ১৩ অক্টোবর শুরু হয়ে এ উৎসব চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। এবারের আসরে মনোনীত হয়েছে বাংলাদেশের ৫টি চলচ্চিত্র।
চলচ্চিত্রগুলো হল — নির্মাতা খন্দকার সুমনের ‘সাঁতাও’, খিজির হায়াত খানের ‘ওরা ৭জন’, ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’, নাজমুস সাকিব আহমেদের ‘প্রিয়াঙ্কা’ এবং উজ্জ্বল কুমারের ‘মৃত্যুঞ্জয়ী’।
৫১ তম সার্ভান্টিনো আন্তর্জাতিক উৎসবের অফিসিয়াল ওয়েব সাইট থেকে জানা যায়, নির্মাতা ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’ চলচ্চিত্রটি আগামী ১৫ অক্টোবর, নির্মাতা খিজির হায়াত খানের ‘ওরা ৭জন’ প্রদর্শিত হবে আগামী ১৬ অক্টোবর এবং নির্মাতা নাজমুস সাকিব আহমেদের ‘প্রিয়াঙ্কা’ প্রদর্শিত হবে আগামী ১৭ অক্টোবর দুপুর ১২টায়।
এছাড়া আগামী ১৮ অক্টোবর প্রদর্শিত হবে নির্মাতা উজ্জ্বল কুমারের ‘মৃত্যুঞ্জয়ী’ এবং ১৯ অক্টোবর নির্মাতা খন্দকার সুমনের ‘সাঁতাও’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে বিকেল ৫টায়।
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ