ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

চাহিদার শীর্ষে ‘প্রিয়তমা’

প্রকাশনার সময়: ০২ আগস্ট ২০২৩, ০৭:২৯
ছবি : সংগৃহীত

মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে পঞ্চম সপ্তাহে দেশের ৪৬টি সিনেমা হলে চলছে শাকিব খানের ‘প্রিয়তমা’। দর্শকরা এখনো ছবিটি দেখতে হলগুলোতে ভিড় করছেন। গত ঈদে মুক্তি পাওয়া এ সিনেমা বাংলা ছবির ইতিহাসে ব্যবসায়িক রেকর্ড গড়ল। এক মাসেই প্রায় ২৭ কোটির টাকার টিকিট বিক্রি হয়েছে ‘প্রিয়তমা’!

সোমবার সন্ধ্যায় চতুর্থ সপ্তাহের গ্রস কালেকশন প্রকাশ করেন ছবিটির নির্মাতা হিমেল আশরাফ! সেখানে তিনি জানান, গেল সপ্তাহে ছবিটির ২ কোটি ৩৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে! এর আগে প্রথম সপ্তাহে ১০৯টি সিনেমা হল থেকে ১০ কোটি ৩০ লাখ, ২য় সপ্তাহে বিশ্বব্যাপী ৮ কোটি ৫৫ লাখ, তৃতীয় সপ্তাহে ৫ কোটি ৭৫ লাখ টাকার গ্রস কালেকশন হয়। চতুর্থ সপ্তাহের এ কালেকশন গিয়ে দাঁড়ায় ২৬ কোটি ৯৫ লাখে! ইতোমধ্যে ছবিটি ব্যবসায়িকভাবে অলটাইম ব্লকবাস্টারের তকমা পেয়েছে।

এদিকে, মুক্তির একমাস হয়ে গেলেও এখনও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে প্রিয়তমা। দেশের সবগুলো সিনেপ্লেক্সে দৈনিক ১৪টি শো প্রদর্শিত হচ্ছে প্রিয়তমা, ব্লকবাস্টারে ৭ শো এবং লায়ন সিনেমাসে ৪ টি করে শো প্রদর্শিত হচ্ছে।

এসব মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষরা জানান, হলিউডের ছবিগুলোর চেয়েও ঈদে বাংলা সিনেমা ভালো চলছে। এর মধ্যে প্রিয়তমা দর্শক চাহিদার শীর্ষে। দর্শকদের আগ্রহের কারণে দৈনিক শোগুলো প্রায় হাউসফুল যাচ্ছে।

সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, বাংলা সিনেমা দর্শক দেখে না এটা টোটালি ভুল প্রমাণ করেছে এবারের ঈদের ছবিগুলো। এর মধ্যে প্রিয়তমা নিয়ে দর্শকদের অনেক বেশি আগ্রহ দেখা গেছে। মুক্তির একমাস পেরিয়ে গেলেও সিনেপ্লেক্সের সব শাখার ‘প্রিয়তমা’ ভালো যাচ্ছে।

সিনেমা হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, এখনো দেশের অধিকাংশ বড় বড় সিনেমা হলে টানা চলছে ‘প্রিয়তমা’। একটানা এতদিন কোনো ছবি চলা মানে সুপারডুপার হিট হওয়া। আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলো বহুদিন পর আবার প্রিয়তমা দিয়ে জেগে উঠেছে। দেশের ছবি এমন ভালো চলছে ভিনদেশি ছবির দরকার হয় না।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ