ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

শাকিব খানের সিনেমায় আমির খানের ভাই!

প্রকাশনার সময়: ৩০ জুলাই ২০২৩, ২১:০০

ঢালিউড সুপারস্টার শাকিব খান করতে যাচ্ছেন প্যান ইন্ডিয়ান সিনেমা। এ নিয়ে শুধু বাংলাদেশ নয়, ভারতের প্রথম সারির সংবাদমাধ্যমে গত কয়েক দিন ধরে খবরটি গুরুত্ব দিয়ে প্রচার হচ্ছে। শাকিব খানকে নিয়ে ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন অনন্য মামুন। বর্তমানে এই ছবির প্রি-প্রডাকশনে ইন্ডিয়ায় আছেন অনন্য মামুন।

সেখান থেকে অনন্য মামুন জানান, আগামী সেপ্টেম্বর মাসে ইন্ডিয়ার বেনারসে এর শুটিং হবে। শাকিবের এই প্যান ইন্ডিয়ান ছবির নাম হতে পারে ‘দরদ’।

পুরোপুরি সাইকো-থ্রিলার ধাঁচের এ গল্পে শাকিবের নায়িকা কে হবেন তা নিয়ে জোর আলোচনা চলছে। তবে পরিচালক অনন্য মামুন নিশ্চিত করে কারো নাম বলেননি। তার কথায়, শাকিব ভাইয়ের সঙ্গে চুক্তি করেই নাম জানাব।

পরিচালক অনন্য মামুন বললেন, সিনেমা সংশ্লিষ্ট আগামী সপ্তাহে সব কিছু ঘোষণা দেওয়া হবে। কয়েক দিন আগে ফয়সাল খানকে চুক্তিবদ্ধ করিয়েছি।

সিনেমাপ্রেমীরা বলছেন, গত ঈদে ‘প্রিয়তমা’ ছবি দিয়ে শাকিব দর্শকদের কাছে নতুন করে ব্যাপক আলোচিত হয়েছেন। ছবিতে তার দুর্দান্ত অভিনয়, লুক এবং রেকর্ড পরিমাণে ব্যাবসায়িক সাফল্য বাংলা চলচ্চিত্রকে নতুন করে জাগিয়ে তুলেছে।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ