ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

যার ভিডিও প্রকাশ্যে আনলেন বুবলী

প্রকাশনার সময়: ২৬ জুলাই ২০২৩, ১৭:৩৭ | আপডেট: ২৬ জুলাই ২০২৩, ১৮:০৩
ফাইল ছবি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী প্রায়সময়ই একটা কথা বলে থাকেন, পুত্র শেহজাদ খান বীরের বাবাও তিনি, মা-ও তিনি।

যদিও শাকিব খান ও বুবলীর সন্তান বীর। কিন্তু নায়কের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো না থাকায় মায়ের কাছেই বড় হয়েছেন এই তারকা পুত্র।

বুধবার (২৬ জুলাই) নিজের ভেরিফাই ফেসবুকে বীরের ছোটবেলার একটি ভিডিও প্রকাশ করেছেন বুবলী। যেখানে বীরকে দেখা গেছে, গোসলের সময় বাবল নিয়ে খেলতে।

ওই ভিডিওর ক্যাপশনে নায়িকা লিখেছেন, মনে হচ্ছে এই তো সেদিন তুমি এভাবে খেলতে বাবা, অথচ কীভাবে সময় পেরিয়ে যাচ্ছে! বাপজানের আরও ছোটবেলায়।

বুবলী এই ভিডিওটা প্রকাশ্যে আনলেন ঠিক ওইদিন, যার একদিন আগেই শাকিব খান তার বড় ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে একটি আদুরে ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, গত বছর বুবলী হঠাৎ ফেসবুক পোস্টে এসে খবর দেন, তিনি শাকিবের সন্তানের মা। তাদের বিয়ে হয়েছে ২০১৮ সালের ২০ জুলাই, আর ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান আসে পৃথিবীতে।

বিষয়টি শাকিবও অস্বীকার করেননি। তবে সম্প্রতি এই নায়ক জানান, বুবলীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অন্যদিকে বুবলীর দাবি, তাদের বিচ্ছেদ হয়নি। এরপর থেকেই অপু বিশ্বাসের সঙ্গে ফের শাকিবের একসঙ্গে মিলিত হওয়ার গুঞ্জন উঠেছে।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ