ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

দীঘি বললেন, আমাকে ভুল বুঝবেন না

প্রকাশনার সময়: ২২ জুলাই ২০২৩, ১৩:২৮
ছবি : সংগৃহীত

তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। অভিনয়ে প্রশংসা কুড়ালেও সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক, রিল ভিডিও বানানো নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুললেন এই উঠতি নায়িকা।

টিকটক প্রসঙ্গে দীঘি বলেন,আমিই শুধু টিকটক করি না, আরো অনেক নায়িকাই করে। কিন্তু আমি জানি না, শুধু আমাকেই কেন টিকটক বিষয়ে প্রশ্ন করা হয়। তাদের কেন প্রশ্ন করা হয় না? ঘুরেফিরে আমাকেই বলা হয় এবং বারবার জিজ্ঞেস করা হয়, আমি কেন টিকটক করছি?

তিনি আরো বলেন, সত্যি কথা বলতে, বর্তমানে টিকটক করছি না। কারণ, আমার হাতে এত সময় নেই। টিকটক করার জন্য আলাদা সাজবো, ক্যামেরার সামনে দাঁড়াব এ সময় নেই। তবে যখন ফ্রি থাকি অথবা কোনো একটা কাজ করছি, তখন হয়তো ছোট করে একটা টিকটক করে ফেলি।

সমালোচকদের উদ্দেশে মেধাবী এ নায়িকা বলেন, যারা আমার সমালোচনা করেন তাদের বলব, এখন হাতে আমার টিকটক করার মতো সময় নেই। পড়াশোনা ও কাজ নিয়ে প্রচুর ব্যস্ত। আশা করি টিকটক ইস্যুতে আমাকে ভুল বুঝবেন না।

দীঘির কাছে বড় পর্দা নাকি ছোট পর্দা এসব বিবেচ্য নয়। তার কথায়, ‘সিনেমা তো সিনেমাই। বড় পর্দায় কি ছোট পর্দায়, সেটি বিষয় নয়। ওটিটি ছাড়া টেলিভিশনে ওয়ার্ল্ড প্রিমিয়ার হলে সেটিকেও সিনেমাই মনে করি।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ