ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

শাকিব-অপুর ভিডিও ভাইরাল

প্রকাশনার সময়: ১৫ জুলাই ২০২৩, ১৯:৪৬
ফাইল ছবি

শাকিব খান ও অপু বিশ্বাস বর্তমানে যুক্তরাষ্ট্রে। ভিন্ন ভিন্ন প্রয়োজনে দেশটিতে গেলেও সেখানে গিয়ে এক হয়েছেন তারা। এ খবর আগেই এসেছে। তারপরই ফাঁস হলো শাকিব-অপুর ভিডিও।

ওই ভিডিওতে দেখা গেছে, সন্তান জয়কে নিয়ে একসঙ্গে শাকিব-অপু। ছেলের হাত ধরে গাড়ির দিকে যাচ্ছেন শাকিব। বেশ নির্ভার ভঙ্গিতে প্রাক্তন স্বামী ও পুত্রকে অনুসরণ করছেন অপু। এরপর দেখা যায় শাকিব ছেলেকে নিয়ে গাড়িতে ঢুকলে অপুও প্রবেশ করেন গাড়ির ভেতর।

ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই হয়েছে ভাইরাল। প্রাক্তন স্বামীর সঙ্গে অপুকে দেখে নানারকম মন্তব্য করছেন নেটজেনরা। কেউ শুভকামনা জানাচ্ছেন আবার কেউবা মেতে উঠেছেন সমালোচনায়।

জানা গেছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুপুরে যুক্তরাষ্ট্রে পৌঁছান অপু। সেদিন রাতে এবং গতকাল শাকিব খান ও অপু বিশ্বাস এবং তাদের সন্তান জয়কে একসঙ্গে নানা জায়গায় ঘুরতে দেখা গেছে। ফাঁস হওয়া ভিডিওটি ওই সময়ের।

যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ঈদের ছবি ‘প্রিয়তমা’। সে কারণে কয়েকদিন আগে দেশটিতে গেছেন শাকিব।

অন্যদিকে অপু যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমানে চেপে বসেন গতকাল বুধবার। জানা গেছে, মার্কিন মুলুকে কয়েকটি স্টেজ শোতে অপুর অংশ নেওয়ার কথা রয়েছে।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ