ঈদে সারাদেশের ১০৭ হলে চলছে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ চলচ্চিত্র। ইতোমধ্যে দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করেছে ছবিটিকে। শহর থেকে প্রত্যন্ত অঞ্চল-সব হলেই মানুষের ভিড়, এমনকি টিকিটের জন্যও কোথাও কোথাও হাহাকার। মাল্টিপ্লেক্সে শো বাড়ানোর দাবি উঠেছে।
এরিমধ্যে জানা গেছে যুক্তরাষ্ট্রে গেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আগামী ৭ জুলাই দেশটিতে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’।
জানা গেছে, দুইদিন আগে যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান। থাকবেন বেশ কয়েক দিন। তারপর দেশে এসে নতুন সিনেমায় কাজ শুরু করবেন কিং খান। সেই সিনেমায় নায়িকা থাকবেন কলকাতার টিভি নাটকের পরিচিত মুখ।
সম্প্রতি শাকিব খান গণমাধ্যমকে বলেন, আগামী ৭ জুলাই প্রিয়তমা যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে। সিনেমাটি মুক্তি উপলক্ষে আমিও সেখানে যাচ্ছি। সেখানেই হয়তো প্রিয়তমা দেখব। তবে এবার গিয়ে আর বেশিদিন থাকব না।
আরশাদ আদনানের প্রযোজনায় নিমার্তা হিমেল আশরাফ নির্মিত ‘প্রিয়তমা’ রোমান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের সিনেমা। এর কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়াও আরো অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ