গত ঈদুল ফিতরের মতো এবারও চলচ্চিত্রে সুবাতাস বইছে। এবার ঈদে ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘লাল শাড়ি’, ‘প্রহেলিকা’ এবং ‘ক্যাসিনো’ ৫টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। কমবেশি প্রায় সবকটি চলচ্চিত্রই নানা কারণে আলোচনায় রয়েছে। তবে এবার দর্শকদের কাছে মূল লড়াইটা হচ্ছে ‘প্রিয়তমা’ এবং ‘সুড়ঙ্গ’র মধ্যে।
মুক্তির পর থেকেই পর্দায় বাজিমাত করেছে দুটি সিনেমা। দর্শকদেরও প্রশংসা পাচ্ছে নিশো-শাকিবের নতুন সিনেমা। যার কারণে এই দুই অভিনেতার ভক্তরাও মেতেছেন নানা তর্কবিতর্কে। কেউ বলছেন ‘সুড়ঙ্গ’ এবারের ঈদের সেরা সিনেমা। আবার কেউ দাবি করছেন ‘প্রিয়তমা’ই সেরা। মুক্তিপ্রাপ্ত সিনেমার বেশিরভাগ শো প্রথমদিন থেকে হাউসফুল যাচ্ছে বলে জানিয়েছেন মাল্টিপ্লেক্স ও প্রেক্ষাগৃহসংশ্লিষ্ট ব্যক্তিরা।
তবে এও ঠিক ঈদের ৭ দিনে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহগুলোতে সিনেমার প্রদর্শনীর সংখ্যা বাড়ছে। তার ওপর এবার ঈদের সময় আবহাওয়া মোটেই অনুকূলে ছিল না। ভারি বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। বৃষ্টি উপেক্ষা করেও ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা দেখতে ভিড় করেছেন সিনেপ্রেমীরা। এমন চিত্রই দেখা গেছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে।
এবার ঈদে বড় চমক ছিল ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। তার অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমায় নতুন লুকে ভক্তদের মাঝে ধরা দিয়েছেন তিনি। শাকিব খানকে ছাড়াও ছোট পর্দার সুপারস্টার অভিনেতা আফরান নিশো বড় পর্দায় যাত্রা শুরু করেছেন এবার ঈদে।
এছাড়া বেশ কয়েক বছর পর আবারও বড় পর্দায় ফিরেছেন অভিনেতা মাহফুজ আহমেদ। এবারের ঈদের সিনেমাসহ গত কয়েকটি ঈদের সিনেমায় দর্শক সাড়া দেখে চলচ্চিত্র বোদ্ধারা মনে করছেন এভাবে চলতে থাকলে চলচ্চিত্রের সুদিন আবার ফিরবে। সবচেয়ে আনন্দের খবর হলো দেশের বাইরে এ দুটি চলচ্চিত্র প্রদর্শনীর চাহিদা বাড়ছে।
ইতোমধ্যে কানাডা যুক্তরাষ্ট্র এবং ভারতের পশ্চিমবঙ্গে ‘প্রিয়তমা’ এবং অস্ট্রেলিয়া এবং সৌদি আরবে ‘সুড়ঙ্গ’ সিনেমা মুক্তি পাচ্ছে। ওইসব দেশে এ দুটি চলচ্চিত্র দেখার জন্য মুখিয়ে আছেন বাংলা ভাষাভাষী দর্শকরা।
এদিকে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে সিনেমাটি দেশ ছাড়িয়ে মুক্তি পাচ্ছে ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে। এর মধ্যে প্রথম বাংলা সিনেমা হিসেবে সৌদি আরবের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’। বিষয়টি নিশ্চিত করেন সিনেমাটির সহ-প্রযোজক ও আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় মুক্তি চূড়ান্ত হয়েছে। আগামী ৭ জুলাই মুক্তি পাবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ক্যানবেরা, সিডনি, ডারউইনসহ ছয়টি শহরে। আর ২১ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও কানাডায়। এরপর ২৮ জুলাই থেকে অন্য রাজ্যগুলোতে মুক্তি দেয়া হবে। পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্যের ৭টি দেশে মুক্তি দেয়া হবে। এর মধ্যে প্রথম বাংলা সিনেমা হিসেবে সৌদি আরবে মুক্তি পাচ্ছে সুড়ঙ্গ। ইতোমধ্যেই অস্ট্রেলিয়ায় প্রথম সপ্তাহের ২৫টি শোর প্রায় ৭০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে।
মধ্যপ্রাচ্যে মুক্তি পাওয়া প্রসঙ্গে শাহরিয়ার শাকিল বলেন, সম্ভবত এই প্রথম সৌদি আরবের প্রেক্ষাগৃহে বাংলাদেশের কোনো সিনেমা মুক্তি পাবে। যেহেতু দেশটির সরকার অনুমতি দিয়েছে, আমরা তাই সেখানে মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। মধ্যপ্রাচ্যের মোট সাতটি দেশে ‘সুড়ঙ্গ’ মুক্তি পাবে।
এ নিয়ে পরিচালক রায়হান রাফি বলেন, পৃথিবী এখন গল্পনির্ভর কনটেন্ট এন্টারটেইনিংভাবে উপস্থাপন এবং শিল্পীদের উপযুক্ত অভিনয় দেখতে চায়। যার সব উপকরণ ‘সুড়ঙ্গ’-এর মধ্যে আছে। এর আগে ‘পরাণ’ সিনেমাটি ওইসব দেশে বসবাসরত বাঙালিদের মন জয় করেছে।
এ পরিচালক আরও জানিয়েছেন আমদানি-রপ্তানি নীতিমালায় ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস থেকে মুক্তির কথা আছে ‘সুড়ঙ্গ’। তাদের ফেসবুক পেজ থেকে নিয়মিত প্রচার করছে সিনেমাটির খবরাখবর। ইতোমধ্যেই সেখানে সেন্সরে পাঠানো হয়েছে সিনেমাটি। সেন্সর হয়ে এলে বড় পরিসরে সেখানে মুক্তির কথা আছে।
এদিকে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে টিকিট না পেয়ে অনেক দর্শক ফিরে গেছেন। তাই হলগুলো প্রদর্শনীর সংখ্যা বাড়ানো দাবি জানিয়েছেন দর্শকরা। দর্শকদের চাহিদার কারণে একাধিক হলে প্রদর্শনীর সংখ্যাও বাড়িয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা গেছে চাহিদা সত্ত্বেও বসুন্ধরা সিনেপ্লেক্সে ‘প্রিয়তমা’র মাত্র ৪টি শো, চাহিদা বিবেচনায় শো বাড়ানোর দাবি দর্শকের দেশব্যাপী সিনেমা হলগুলোতে ঈদের সিনেমা দেখার ধুম পড়েছে।
রাজধানীর প্রেক্ষাগৃহগুলোতেও একই অবস্থা! গত সোমবার বিকাল সোয়া ৪টায় রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে রাজ্যের ভিড়! কাউন্টারের সামনে দর্শকের দীর্ঘ সারি। রীতিমতো দাঁড়ানোরও ঠাঁই নেই!
দর্শকের সঙ্গে কথা বলে জানা যায়, বিকাল সাড়ে ৪টায় ‘প্রিয়তমা’র শো দেখতেই দর্শকের ভিড়। লাইনে দাঁড়ানো বেশিরভাগই সিনেপ্লেক্সের ওয়েবসাইট থেকে অগ্রিম টিকিট বুকিং দিয়েছেন, কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতেই দাঁড়িয়েছেন তারা! আবার অনেকে লাইনে দাঁড়িয়েছেন মঙ্গলবার, বুধবারের টিকিটের জন্য! তবে বেশিরভাগ দর্শককেই অগ্রিম টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে আসতে দেখা গেছে।
জানা যায়, বসুন্ধরা সিনেপ্লেক্সে দৈনিক মাত্র ৪টি শো চলছে ‘প্রিয়তমা’র। সোমবারের সবগুলো শো’র অগ্রিম টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। এ সময় দর্শকরা ক্ষোভ প্রকাশ করে সিনেপ্লেক্সে ‘প্রিয়তমা’র আরও কিছু শো বাড়ানোর দাবি রাখেন। সিনেমার পরিচালক হিমেল আশরাফ বলেন, আমার ভালো সিনেমা বানানোর প্রমিজ ছিল। সেটা আমি করার চেষ্টা করেছি। প্রতিদিন শতশত মানুষ টিকিট পাচ্ছে না এটা আমিও খেয়াল করছি।
যারা টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন তাদের জন্য আমার খারাপ লাগছে। তবে আমি মনে করি, ‘প্রিয়তমা যারা দেখার, তারা যে কোনোভাবে দেখে নিচ্ছে। সিনেপ্লেক্স একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। তারা যেটা করছে সেখানে আমার ব্যক্তিগতভাবে কিছু বলার কোনো সুযোগ নেই। হিমেল আশরাফ বলেন, যেভাবে সারা দেশের মানুষ ভালোবাসা দিচ্ছে আমার মনে হচ্ছে দীর্ঘদিন ‘প্রিয়তমা’ চলবে। যেখানে টিকিট পাওয়া যাচ্ছে সেখান থেকে দর্শকদের দেখার আহ্বান জানাচ্ছি।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ