ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

উচ্ছ্বসিত বুবলী, ইধিকা

প্রকাশনার সময়: ০৪ জুলাই ২০২৩, ০৭:১৭
ছবি : সংগৃহীত

ঈদুল আজহায় ‘ক্যাসিনো’ ও ‘প্রহেলিকা’ নামে একসঙ্গে দুটি সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে এসেছেন শবনম বুবলী। ফলে নায়িকা হিসেবে সংখ্যার বিচারে শুরুতেই তিনি এগিয়ে। তবে অভিনয়েও যে বাজিমাত করেছেন, তা দর্শকের প্রতিক্রিয়ায় স্পষ্ট।

অনেকেই বলছেন, ‘প্রহেলিকা’য় ক্যারিয়ারের সেরা অভিনয়টা করেছেন তিনি। ক্যাসিনো নিয়েও আলোচনা হচ্ছে। দর্শকদের এমন প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত বুবলী। অন্যদিকে বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিরপীতে কাজ করতে পেরে ভীষণ খুশি ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। দুই নায়িকার খবরাখবর নিয়ে এ প্রতিবেদন।

শবনম বুবলী : ঈদের সিনেমা হিসেবে ‘সুড়ঙ্গ’ আর ‘প্রিয়তমা’র পাশাপাশি বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘প্রহেলিকা’, ‘ক্যাসিনো’র শো হাউসফুল যাচ্ছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। দর্শকের এমন ভালোবাসায় আপ্লুত বুবলী। তৃপ্ত মনে জানালেন কৃতজ্ঞতা।

তার ভাষ্য, ভীষণ ভালো লাগছে। এই যে বৃষ্টি, ঝড়, পানি জমে যাচ্ছে রাস্তায়। এরপরও মানুষ হলে আসছে সিনেমা দেখতে। আমার দুটি সিনেমা মুক্তি পেয়েছে ‘ক্যাসিনো’ ও ‘প্রহেলিকা’; দুটো সিনেমাই দর্শক ভীষণ ভালোবেসে গ্রহণ করছে। যেভাবে হাউসফুল যাচ্ছে শোগুলো। এজন্য আমি দর্শকের প্রতি কৃতজ্ঞ।

গত রোববার সন্ধ্যায় রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে গেছেন বুবলী। সঙ্গে ছিলেন ‘ক্যাসিনো’র নায়ক নিরব ও সংশ্লিষ্টরা। হল ভিজিটের পাশাপাশি তারা গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানেই তাদের উচ্ছ্বাস ফুটে ওঠে।

বুবলী মনে করেন, বাংলা সিনেমার বিপুল দর্শক রয়েছে। সেজন্য এমন প্রতিকূল পরিবেশেও তারা হলে ছুটে আসছেন। নায়িকা বলেন, দর্শকের মুখে মুখেই কিন্তু সিনেমা ছড়িয়ে যায়। আমি কিছুক্ষণ আগেও দেখলাম, কানায় কানায় পূর্ণ দর্শক, বাইরে লাইন ধরে আছে। আমার প্রত্যাশা পূরণ হয়েছে তো বটে, অতিক্রমও করেছে। আমি একটু চিন্তায় ছিলাম, কারণ ঈদের দিন থেকেই মেঘলা আবহাওয়া, বৃষ্টি। কিন্তু বাংলা সিনেমার দর্শক আছে এবং ভালো ভালো দর্শক; যারা সত্যিকার অর্থে সিনেমাকে ভালোবাসে। না থাকলে কিন্তু তারা এত কষ্ট করে এসে আমাদের হাউসফুল শো উপহার দিত না। সিনেমা বিনোদনের মাধ্যম হলেও এতে শিক্ষণীয় বার্তা থাকে বলে মন্তব্য বুবলীর।

সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমায়ও সে রকম বার্তা রয়েছে বলে জানালেন তিনি। বলা দরকার, ‘প্রহেলিকা’ নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এতে বুবলীর সঙ্গে আছেন মাহফুজ আহমেদ ও নাসির উদ্দিন খান। গতকাল সোমবার বিকালে তারা সবাই ব্লকবাস্টার সিনেমাসে দর্শকের প্রতিক্রিয়া দেখতে যান।

ইধিকা পাল : এখন বাংলাদেশেও বেশ পরিচিত কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ ইধিকা পাল। কারণ প্রথমবার অভিনয় করেছেন বাংলাদেশের সিনেমায়, তাও আবার ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ সিনেমা ঘিরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে দর্শক জোয়ার বইছে। নিজের সিনেমার এমন সাফল্যে বেশ উচ্ছ্বসিত এ নায়িকা।

দেশের একটি গণমাধ্যমে প্রতিক্রিয়ায় ইধিকা জানান ‘প্রিয়তমা’র জন্য তার মন পড়ে আছে বাংলাদেশে। বাবা-মাকে সঙ্গে নিয়ে সিনেমাটি দেখার তর সইছে না বলেও জানান তিনি। ইধিকা বলেন, আমি এখন কলকাতায়। তবে ‘প্রিয়তমা’র জন্য আমার মন পড়ে আছে বাংলাদেশে। কবে সেখানে গিয়ে সবার সঙ্গে সিনেমাটি দেখতে পারব সেই তর আর সইছে না। আর হ্যাঁ অবশ্যই আমার সঙ্গে আমার বাবা-মাও যাবে। তাদের নিয়েই বাংলাদেশে বসে ‘প্রিয়তমা’ দেখব।

গতকাল ছিল তার জন্মদিন। তাই বিশেষ দিনে উচ্ছ্বাসের সঙ্গে যোগ হয়েছে উৎসব। বিশেষ দিনটি আরও উৎসবমুখর হয়েছে ‘প্রিয়তমা’ ও বাংলাদেশের দর্শকের কল্যাণে। রাত ১২টার পর থেকেই বাংলাদেশের দর্শক ইধিকাকে ফেসবুক ও ইনস্টগ্রাম বার্তায় উইশের বন্যায় ভাসাচ্ছেন। অভিনেত্রীর কথায়, ‘প্রিয়তমা’ সিনেমাটির কারণে আমার জন্মদিনটি বহুগুণে রঙিন হয়ে উঠেছে।

ওপার বাংলার এত মানুষ আমাকে উইশ করছে যা দেখে আমি তো রীতিমতো অবাক। শাকিব খানের ক্রেজ এবং তার সঙ্গে শুটিং দারুণ উপভোগ করেছি। তার সিনেমার নায়িকা বলে আমাকে এতটা সাদরে গ্রহণ করবে তা ভাবতেই পারিনি। মনে হচ্ছে আমি বাংলাদেশেরই অভিনেত্রী, সেখানকার মানুষেরই বহুদিনের পরিচিত নায়িকা। তবে ঠিক কবে বাংলাদেশে এসে সিনেমাটি দেখবেন? নির্দিষ্ট তারিখ উল্লেখ না করলেও তা যে শিগগিরই ঘটতে চলেছে তা জানাতে ভোলেননি ‘রিমলি’খ্যাত এই অভিনেত্রী।

প্রসঙ্গত, সারা দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে চলছে ‘প্রিয়তমা’। এতে শাকিব-ইধিকার পর্দা রসায়ন জমিয়ে উপভোগ করছেন দর্শক। আরশাদ আদনানের প্রযোজনায় রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এর গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ