একসময় টলিপাড়ায় নানা গুঞ্জন রটেছিল সৃজিত ও স্বস্তিকাকে নিয়ে। তবে নিজেদের সম্পর্ক নিয়ে একেবারেই মুখ খুলতে চাননি কেউ। সব রটনার পরেও যে নিজেদের মধ্যে বন্ধুত্বটা রয়েছে, তা যেন ফের প্রমাণ করতে চাইলেন স্বস্তিকা।
কয়েকদিন আগে প্রাক্তন প্রেমিক সুমন মুখোপাধ্য়ায়ের সঙ্গে অটোতে বসে ছবি দিয়ে পুরোনো বন্ধুত্বকে উদযাপন করেছিলেন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।
এবার তার আরও এক প্রাক্তন সৃজিতের ছবিতে মন্তব্য করে ফের আলোচনায় অভিনেত্রী।
পরিচালক বিরশা দাশগুপ্তকে সঙ্গে নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত।
সেখানে তাকে দেখা গেছে, সুকুমার রায়ের ‘আবোল-তাবোল’ ছড়ার জামা পরেছেন সৃজিত। সেই জামাতেই চোখ আটকে গেল স্বস্তিকার। আর চোখ আটকাতেই সৃজিতের কাছে আবদার করে বসলেন।
ইনস্টাগ্রামে প্রকাশ্যেই সৃজিতের কাছে জামা চাইলেন তিনি। লিখলেন, আমারও একটা চাই!
তবে সৃজিত সত্যিই এই ‘আবোল-তাবোল’ জামাটি দেবেন কিনা, তা অবশ্য স্পষ্ট করেননি তার সেই পোস্টের মন্তব্য।
নয়া শতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ