ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ঈদের ধারাবাহিক ‘আয়রন ম্যান’

প্রকাশনার সময়: ২৫ জুন ২০২৩, ১১:১০
ছবি : সংগৃহীত

আসন্ন ঈদে প্রচারে আসছে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘আয়রন ম্যান’। সম্প্রতি রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকে নামভূমিকায় অভিনয় করেছেন সেলিম রেজা।

এছাড়া আরও অভিনয় করেছেন রাবেল আহমেদ, সঞ্চিতা দত্ত, সুজন হাবীব, কাজল মজুমদার, সেলজুক হাশমি, এমা প্রমুখ। ধারাবাহিকটির কাহিনিতে দেখা যাবে, পিয়ার চৌধুরীরা বংশ পরম্পরায় লোহা ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছে।

পিয়ার চৌধুরী তার আধিপত্য ধরে রাখতে খুন করতেও দ্বিধা করেন না। কাজের মেয়েকে চুপিসারে বিয়ে করেন তিনি। সেই সংসারে এক ছেলে জন্ম নেয়। কিন্তু কখনো তাকে নিজের ছেলে হিসেবে পরিচয় না দিয়ে ছেলেকে তার ডান হাত হিসেবে রেখে দেয়। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তরু জামান। তিনি জানান, ধারাবাহিকটি ঈদের দিন থেকে সাত দিন বিকাল সাড়ে ৫টায় চ্যানেল নাইনের ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ