প্রেমের জন্য জীবন বাজি রাখা কিংবা মনের মানুষকে দেয়া ওয়াদা রাখার প্রাণপণ চেষ্টা ক্রমশ কমছে। তবে সেরকম নিখাদ এক প্রেমের উপাখ্যান উঠে আসলো নাটকের পর্দায়। ‘ওয়াদা’ নামের এই নাটক দেখা যাবে আসন্ন কোরবানির ঈদ আয়োজনে।
নাটকটি নির্মাণ করেছেন মো. তৌফিকুল ইসলাম। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা। রাশেদ ও জুথি নামের দুই তরুণ-তরুণীর গভীর প্রেমের গল্পে এগিয়েছে নাটকটি।
এই দুটি চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে নিলয় আলমগীর ও সাফা কবির। তবে প্রতি প্রেমের মতো এখানেও আছে বাধা। সেই বাধার নাম সুলতান। ভিলেন ধাঁচে সাজানো এ চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা তৌফিকুল ইসলাম বলেন, ঈদে সাধারণত কমেডি বা হালকা গল্পের কাজ হয় বেশি। সে হিসেবে আমাদের এই কাজটি বেশ সিরিয়াস গল্পের। গল্পটা নিখাদ প্রেমের। বিরহের রেশও থাকছে।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ