দেড় বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। আত্মীয়স্বজন,বন্ধুদের উপস্থিতিতে স্বপ্নের মতো তাদের বিয়ে হয় রাজস্থানে।
তবে শুরু থেকে তাদের সংসারে সুখের বার্তা পাওয়া গেলেও বর্তমানে সেই সুখের সংসারে নাকি অশান্তির আচ! তাদের দু’জনের মধ্যে ঝামেলা নাকি চরমে পৌঁছেছে। রাগের মাথায় হাতে রাখা মুঠোফোন ভেঙে ফেলেছেন ভিকি কৌশল। এ নিয়ে টুইট ঘিরে চলছে হইচই।
মধ্যপ্রাচ্যের বলিউড ঘনিষ্ঠ এক স্বঘোষিত চিত্র সমালোচক টুইটে দাবি করেন, ভিকি-ক্যাটরিনার মধ্যে নাকি তুমুল অশান্তি। পরিস্থিতি এমন হয় যে, ক্যাটরিনার সঙ্গে অশান্তির পর ফোন ভেঙে ফেলেন নায়ক।
তবে এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময় এই স্বঘোষিত চিত্র সমালোচক নানা রকম বিতর্কিত ও উস্কানিমূলক টুইট করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন। এবারও তিনি তেমন কিছুই করেছেন বলে ধারণা অভিনেত্রীর ঘনিষ্ঠদের।
তাদের বক্তব্য, এই ধরনের দাবি একেবারেই ভিত্তিহীন।
‘জারা হটকে জারা বাঁচকে’ ছবির প্রচারণায় গত মাস ব্যস্ত ছিলেন ভিকি। তবে ছবি হিট, এই মুহূর্তে হাতে কিছুটা অবসর রয়েছে।
সূত্র বলছে, এই তারকা দম্পতি ছুটি কাটাচ্ছেন একান্তে। কারণ, এরপর একঝাঁক ছবি মুক্তি রয়েছে ক্যাটরিনার। যার মধ্যে অন্যতম ‘টাইগার ৩’।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ