দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই জায়গাতে কাজ করেই খ্যাতি অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
মূলত ২০১৩ সালে অরিন্দম শীলের হাত ধরে কলকাতার সিনেমায় জয়ার যাত্রা শুরু। ওই বছর পশ্চিমবঙ্গে মুক্তি পায় ‘আবর্ত’। জয়ার প্রথম টালিউড সিনেমা। শুরুর কাজেই প্রশংসিত হন তিনি।
এ সিনেমার সাফল্যের ধারাবাহিকতায় কৌশিক গাঙ্গুলী, সৃজিত মুখোপাধ্যায়, অতনু ঘোষ, ইন্দ্রনীল রায়চৌধুরী, বিরসা দাশগুপ্ত, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়, সুমন মুখোপাধ্যায়ের মতো কলকাতার নামী পরিচালকদের সিনেমার নায়িকা হয়েছেন জয়া। ইতোমধ্যেই কাজ করেছেন ২০টির মতো সিনেমায়।
২০১৩ থেকে ২০২৩ সাল—টালিউডে সাফল্যের সঙ্গে এক দশক পার করলেন জয়া আহসান। টালিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় এখন তার নামটিও সমান গুরুত্বের সঙ্গে উচ্চারিত হয়।
এ প্রসঙ্গে জয়া বলেন, ‘২০১৩ সালে অরিন্দম শীলের আবর্ত দিয়ে শুরু করেছিলাম টালিউডে। যত কাজ করেছি, প্রতিটি কাজই অভিনেত্রী হিসেবে আমাকে তৃপ্তি দিয়েছে। তবে আরো বৈচিত্র্যময় কাজের অংশ হতে চাই।’
ওপার বাংলায় জয়ার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। কৌশিক গাঙ্গুলী পরিচালিত সিনেমাটি গত ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। এ সিনেমায় মেঘনা মুস্তাফি হয়ে দর্শকদের মনে দাগ কেটেছেন জয়া। এভাবেই একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে টালিউডে এক দশক পার করলেন জয়া।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ