ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

কিছুই গায়ে মাখি না, যা ইচ্ছে বলুক : ফারিয়া 

প্রকাশনার সময়: ১৪ জুন ২০২৩, ১৪:৪১
ছবি : সংগৃহীত

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বিভিন্ন সময়ে নানা ইস্যুতে কথা বলে আলোচনায় থাকেন ‘দেবী’ খ্যাত এই অভিনেত্রী। প্রায়শই নেটিজেনের ইঙ্গিতপূর্ণ, আপত্তিকর মন্তব্যের শিকার হন তিনি। আগে এসব নিয়ে কড়া জবাবও দিতেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি নীরবতা বেছে নিয়েছেন। কিন্তু কেন? এবার সেই ব্যাখ্যা দিলেন শবনম ফারিয়া।

এক সাক্ষাৎকারে তিনি বললেন, ‘আমি আগে এটা পারতাম না। সব কিছুতে বলে ফেলতাম। বয়সের সঙ্গে এখন এই জিনিসটা আমার মধ্যে এসেছে, এখন আমি চুপ করে থাকতে পারি। আলোচনা, সমালোচনা, ভালো কথা কিছুই চাই না। যা হচ্ছে হোক, আমি চুপচাপ থাকবো।

ফারিয়া আরো বলেন, আসলে দর্শক ও সাংবাদিক ভাইবোনেরা মাঝে মাঝে ভুলে যায় যে আমরাও মানুষ, আমাদেরও আবেগ কাজ করে, পরিবার, সমাজ আছে। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো, আমি এখন ইগনোর করতে শিখে গেছি। কেউ কিছু বললে গায়ে মাখি না, যা ইচ্ছে বলুক।

উল্লেখ্য, ২০১৮ সালে ‘দেবী’ সিনেমা দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে শবনম ফারিয়ার। সিনেমাটিতে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ