ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজের স্ক্যান্ডাল নিয়ে মুখ খুললেন পরীমনি 

প্রকাশনার সময়: ৩০ মে ২০২৩, ১২:৩৯
ছবি : ফেসবুক থেকে সংগৃহীত

মধ্যরাতে হঠাৎ করেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে শুধু রাজ ও সুনেরাহ’ই নয়, আরো দেখা গেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও অভিনেত্রী নাজিফা তুষিকেও ।

সোমবার (২৯ মে) দিবাগত রাত ২টার দিকে শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই ছবি ও ভিডিওগুলো পোস্ট করা হয়।

এসব ছবি ও ভিডিও ফেসবুকে ২০ মিনিটের মতো ছিল। এরপরই সেগুলো সরিয়ে ফেলা হয়। কিন্তু ততক্ষণে বিভিন্নভাবে সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। তবে রাজ, তুষি ও তিশা এখনও ঘটনাটি নিয়ে টুঁ শব্দ না করলেও মুখ খুলেছেন সুনেরাহ।

রাজের সাথে ছবি ও ভিডিও নিয়ে রাত ৩টা ১০ মিনিটে সুনেরাহ ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। সু‌নেরাহ তার পোস্টে অভিযোগের আঙুল তুলেছেন শরিফুল রাজের স্ত্রী ও অভিনেত্রী পরীমনির দিকে।

যদিও মঙ্গলবার (৩০ মে) বেলা ১১টার দিকে গণমাধ্যমকে পরীমনি বলেন, ‘আমি এখনো কিছু জানি না। আমার নাম উল্লেখ না করে কে কী বলেছে তা জানা নেই আমার। আমি স্বামী ও সন্তান নিয়ে বেশ ভালো আছি।’

ফেসবুক স্ট্যাটাসে সুনেরাহ বলেছিলেন, ‘রাজকে আমি ১০ বছরেরও বেশি সময় ধরে চিনি। সে আমার অনেক ভালো বন্ধু ছিল। তবে তার বিয়ের পর থেকে প্রায় যোগাযোগ ছিল না আমাদের। সেদিন একটি ডাবিং স্টুডিওতে দেখা হলো আমাদের। আমরা একসঙ্গে ছবি তুললাম। আমি জানি না, পুরনো বন্ধুর সঙ্গে একটি ছবি তোলা এমন কী অপরাধের বিষয়। তার স্ত্রী কোনো কারণ ছাড়াই পাগলপ্রায় এটা নিয়ে।’

রাজের স্ত্রী পরীমনির কাছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বলেন, ‘আমাকে কেউ যদি ডিস্টার্ব করে তাহলে এবার আমি ব্যবস্থা নেব। এর আগে একবার এক নায়িকা প্রচলিত আইনের হুমকি দিয়েছে। এবার যদি কেউ আমাকে নিয়ে খোঁচায় তাহলে আমি ডিরেক্ট মামলা করব তার নামে।’

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ