ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জায়েদ খান হন, শান্তিনগরের সেই মেয়ে হবেন ফারিয়া

প্রকাশনার সময়: ২৮ মে ২০২৩, ১৬:৩৫
ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। বিভিন্ন কারণে বছরজুড়েই আলোচনা-সমালোচনায় থাকেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কোথাও গেলে মেয়েদের মধ্যমণি হন বলে জনান এই অভিনেতা। দেশের নারী সমাজ নাকি তার জন্য পাগল প্রায় হয়েছে।

এর আগেও বাংলার এই দাবাং জানিয়েছিলেন, রাজধানীর শান্তিনগরের এক মেয়ে তার ছবি বালিশের নিচে রেখে ঘুমায়। যা নিয়ে সেসময় ব্যাপক ট্রল হয়। এবার সেই বালিশ কাণ্ডে যুক্ত হলেন অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি শান্তিনগরের সেই মেয়ে হবেন বলে জানিয়েছেন সামাজিক মাধ্যমে।

নিজের ফেসবুকে ফারিয়া লিখেছেন, ‘আমার জায়েদ খান হও। আমি হব শান্তিনগরের সেই মেয়ে যে তোমার ছবি বালিশের নিচে রাখবে।’

তবে এতে জায়েদের কোনো লাভ নেই। কেননা ফারিয়া যে মজার ছলে পোস্টটি দিয়েছেন তা স্পষ্ট। পাশাপাশি এটাও বোঝা যাচ্ছে, অন্য কারও উদ্দেশ্যে কথাগুলো লিখেছেন তিনি।

এদিকে ফারিয়ার পোস্টে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। অনেকেই দিয়েছেন হাসির রিয়্যাক্ট। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘ক্যাপশন পড়ে আমি শিহরিত।’ অন্য একজন লিখেছেন, ‘হাই, ফারিয়া, তোমাকে নিয়ে আর পারি না।’ যদিও এসব মন্তব্যের কোনো উত্তর দেননি ফারিয়া।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ