ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

পরিণীতির বাগদান

প্রকাশনার সময়: ১৫ মে ২০২৩, ০৯:৪৯
ছবি : সংগৃহীত

অনেক জল্পনা কল্পনার পর অবশেষে বাগদান সারলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তার বড় বোন প্রিয়াঙ্কাসহ তার অধিকাংশ বন্ধুর বিয়ে হয়ে গেছে অনেক আগেই। তাই এ অভিনেত্রীর বিয়ে নিয়ে অনুরাগীদের ছিল অনেক কৌতূহল। তার বাগদানের মাধ্যমে এবার সেটির অবসান ঘটল।

অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার। গত শনিবার নয়াদিল্লির কাপুরতলা হাউসে জাঁকজমকপূর্ণভাবে আংটি বদল করেন তারা। অভিনেত্রী এদিন রাত সাড়ে ৯টায় ইনস্টাগ্রামে কয়েকটি ছবি দিয়ে বাগদানের খবরটি তার ভক্তদের জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, যুগলের পরনে সাদা পোশাক, হাতে বাগদানের আংটি। একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের মধ্যেই প্রায় হারিয়ে গিয়েছেন পরিণীতি ও রাঘব। রাঘব চড্ডার পড়াশোনা ইংল্যান্ডের লন্ডন স্কুল অব ইকোনমিক্সে।

অন্যদিকে, পরিণীতিও ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিজনেস স্কুলের প্রাক্তন শিক্ষার্থী। যশরাজ ফিল্মসে মার্কেটিংয়ের কাজ করতে করতে ২০১১ সালে সিনেমার পর্দায় অভিষেক পরিণীতির। বিদেশের মাটিতেই বন্ধুত্বের সূত্রপাত রাঘব ও পরিণীতির। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই প্রেমের সূত্রপাত তাদের।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ