আপত্তিকর দৃশ্য ও সংলাপ বাদ দিয়ে আবারো সেন্সরে যাচ্ছে ‘সাহস’। সিনেমাটির নির্মাতা সাজ্জাদ খান বলেন, ‘অনেকেই মনে করছেন, সিনেমাটা আমরা আর জমা দিতে পারব না। এটি সব সময়ের জন্য নিষিদ্ধ থাকবে। মূল ঘটনা তা নয়। আমার সিনেমা সেন্সরে জমা দেয়ার পরে তারা কিছু দৃশ্য ও সংলাপ নিয়ে আপত্তি করে। সে জন্য আমরা বিভিন্ন অংশ ফেলে নতুন করে আবার জমা দিই। আপিল করতে আমাদের কিছুটা দেরি হয়ে যায়। আমরা প্রস্তুতি নিচ্ছি, এখন নতুন করে আবার জমা দেব।’
গত জুনে সিনেমাটিকে প্রদর্শনের অযোগ্য ঘোষণা করে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেই সময় সেন্সর বোর্ড আপত্তিকর দৃশ্য ও সংলাপ এবং সহিংস দৃশ্যগুলো সংশোধন করে পুনরায় আপিল করার নির্দেশনা দিয়ে চিঠি দেয়। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বিলম্বে আপিল করায় সেন্সর বোর্ড সম্প্রতি আবেদনটি প্রত্যাখ্যান করে। সেন্সর বোর্ড জানিয়েছে, নির্দেশনা মেনে আবারো সেন্সরে জমা দেয়ার সুযোগ এখনো ছবিটির রয়েছে। এ সিনেমায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিয়া হক অর্ষাসহ থিয়েটার রেপার্টরির ৩০ জনের বেশি তরুণ অভিনয়শিল্পী।
সেন্সর বোর্ডের ভাইস প্রেসিডেন্ট জসীম উদ্দীন বলেন, ‘সিনেমাটি আমরা দেখেছিলাম। তখন প্রদর্শনের উপযোগী না হওয়ায় কিছু সংশোধনী দেয়া হয়। নির্দিষ্ট সময়ে তারা আবেদন করেনি। এখন সংযোজন-বিয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান চাইলে নতুন করে আবার জমা দিতে পারবে।’
নয়া শতাব্দী/এসইউ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ