সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম ‘আনন্দবাজার অনলাইন’-এর আয়োজনে অনুষ্ঠিত ‘বছরের বেস্ট সন্ধ্যা’য় সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি।
বিষয়টি নিয়ে সোমবার (২৪ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী।
সন্মাননা অনুষ্ঠানের বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করে পরীমনি লেখেন, ‘এটা সত্যিই আমার জন্য একটি সম্মান এবং মর্যাদাপূর্ণ অর্জন। আমার শুভাকাঙ্ক্ষী, দর্শক ভক্তকুল এবং অনুসারী যারা রয়েছেন, আপনাদের ভালোবাসার জন্যে আজ আমি এখানে দাঁড়িয়ে। আপনাদের এই ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ।’
সংবাদমাধ্যটিকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো লেখেন, ‘আনন্দবাজার অনলাইনকে ধন্যবাদ। আপনাদের আতিথেয়তা মনে থাকবে আমার। প্রিয় কলকাতা আমি তোমাকে ভালোবাসি।’
পরীমনির হাতে পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
এর আগে গত শনিবার সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে জানানো হয়, পুরস্কার নিতে মঞ্চে উঠে অভিনেত্রীর মত, চলচ্চিত্র শিল্পে আরো এক হয়ে কাজ করা উচিত দুই বাংলার। পরীমনির কথায়, ‘দুই বাংলার সিনেমা দু’জায়গাতেই দেখানো উচিত।’
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ