ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

নির্মাতাদের রুচি কমছে কেন

প্রকাশনার সময়: ২৫ আগস্ট ২০২১, ০৯:২৮

নানা বিতর্কিত কর্মকাণ্ডে ইতোমধ্যেই হাসির পাত্র বনে গিয়েছেন টিকটক, ইউটিউব কিংবা ফেসবুক সেলেব্রিটিরা। অনেকে কথা প্রসঙ্গেও অন্যকে এখন ‘টিকটক তারকা’ বলে ব্যঙ্গ করেন। দেশে এই অবস্থা অনেক দিনের। আবার টিকটকারদের সস্তা বিনোদনের মাধ্যম হিসেবেও আখ্যায়িত করেন অনেকে।

মূলত টিকটকারদের বানানো সৃষ্টিকর্ম (ভিডিও) দেখেই, সেই ভিডিওর শিল্পবোধ এবং টিকটকারদের শিল্পীসত্তা নিয়ে প্রশ্ন তোলেন রুচিশীল দর্শক। তাদের ভাষ্য, ‘এইসব ভিডিও অবশ্যই সাময়িক বিনোদনের জন্য ভালো, হাসির খোরাক বটে, অনেকটা টাইম পাস প্রেমের মতো! দিন শেষে সেই প্রেম যেমন অর্থহীনতায় পর্যবসিত হয়, টিকটক বা ইউটিউবারদের শিল্পকর্মও তেমনই অর্থহীন। দর্শকের মনে দীর্ঘস্থায়ী পজিটিভ প্রভাব রাখতে পারে না।’

টিকটক কিংবা ফেসবুক সেলেব্রিটির অনেকই অভিনয় জগতে এসেছেন। অপু ভাই ছাড়াও এই তালিকায় আছেন অনামিকা ঐশী ও হিরো আলমের মতো তারকারা। নির্মাতা আবু তাওহীদ হিরনের ‘সংশয়ী’ ছবিতে অনামিকা ঐশীর বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করছেন ভাইরাল হয়ে যাওয়া গায়ক শেখ সাদী। এ ছাড়া হিরো আলমের জনপ্রিয়তার কারণে তাকে নিয়েও ছবি তৈরির ঘোষণা দিয়েছেন অনেক নির্মাতা।

তবে এক-দু’জন ব্যতিক্রম বাদে, বরাবরাই প্রশ্নবিদ্ধ হয়েছেন তারা। সম্প্রতি নির্মাতা অনন্য মামুনের ছবিতে যুক্ত হয়েছেন টিকটকার অপু ভাই। আর বিষয়টি নিয়ে নেটিজেনদের তুমুল সমালোচনার মুখে পড়েছেন এই নির্মাতা। এমন পরিস্থিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্টদের কেউ কেউ মন্তব্য করছেন, ‘কোনো একজন নির্মাতা যখন টিকটক থেকে অভিনয়শিল্পী নির্বাচন করেন, তখন সেই নির্মাতার রুচিবোধ নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। এ থেকে বোঝা যায় যে, আমাদের দেশের শোবিজ ইন্ডাস্ট্রির এমন অধঃপতন কেন হচ্ছে!’

এছাড়া দর্শক মহল থেকেও প্রশ্ন উঠেছে। একজন মন্তব্য করেছেন, ‘এমন অনেক আর্টিস্ট আছেন, যাদের বছরের পর বছর থিয়েটার করতে করতে জুতা ক্ষয় হয়ে যাচ্ছে। তাদেরকে সুযোগ দেয়া হয় না, অপরদিকে টিকটক করে কয়েকদিনের গ্রুমিং করিয়ে অভিনয়ে নিয়ে আসতেছেন!’

কেউ বলছেন, ‘অখাদ্যকে আমরা মানুষের কাছে খাদ্য হিসেবে সাজিয়ে দেই। মানুষ যখন না খায় তখন মানুষের দোষ দেই। ঠিক এ কারণেই দিন দিন নাটক-সিনেমার দর্শক হারিয়ে যাচ্ছে।’

এদিকে নাটক-সিনেমায় ফেসবুক, টিকটক বা ইউটিউব তারকাদের কাস্টিংয়ের বিষয়টি নির্মাতাদের প্রচারণার সস্তা কৌশল বলেও উল্লেখ করছেন অনেকে। দাবি করছেন, সোস্যাল মিডিয়ায় রাতারাতি খ্যাতি পাওয়া এই তারকাদের জনপ্রিয়তাকে কাজে লাগাতেই কাস্টিং করেছেন পরিচালক। এ বিষয়ে অনন্য মামুনের উদ্দেশে এক নেটিজেনের ভাষ্য, ‘কতটুকু রুচিসম্মত হবে তা আগেই আন্দাজ করতে পারছি! আপনিও সস্তা জনপ্রিয়তা কুড়াতে মাঠে নামলেন! বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম দুর্গন্ধময় করার জন্য আপনারাই যথেষ্ট।’

এর আগে টিকটকার অপু ভাই অভিনয় করেছেন নির্মাতা আদনান আল রাজীবের ‘ইউটিউমার’ ওয়েব ফিল্মে। ভার্চুয়াল জগৎ ঘিরে এ সময়ের উন্মাদনা, উত্তেজনা আর হুজুগ, সেসব নিয়েই এ ছবির গল্প। এই ওয়েব ফিল্মেও মূলত ইউটিউবারদের হাস্যকর সব কর্মাকাণ্ডের চিত্রায়ন করা হয়েছে। সিরিজটি প্রসঙ্গে দর্শকরা বলছেন, ‘অপু ভাইয়ের চরিত্রটি কী অন্য কোনো অভিনয়শিল্পী দিয়ে ফুটিয়ে তোলা যেত না?’

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ