সাহসী ফটোশ্যুট করে প্রায় সময়েই আলোচনায় চলে আসেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী নোরা ফাতেহি। মূলত খোলামেলা পোশাকে আর নতুন নতুন স্টাইলে ছবি তুলে ইন্টারনেট দুনিয়ায় ঝড় তোলেন তিনি। তবে এখন চলছে রমজান মাস। পবিত্র এই মাসে শুধরে গেলেন এ লাস্যময়ী অভিনেত্রী।
অন্তত সম্প্রতি একটি ফটোশুট দেখে তাই মনে হলো। শুভ্র পোশাকে মাথায় ওড়না চাপিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি পোস্ট করেন এ অভিনেত্রী।
ছবিগুলো নিয়ে অনেকেই করছেন বিভিন্নরকম মন্তব্য। অনেকেই বলছেন, রমজান উপলক্ষে ভান করছেন এই মুসলিম অভিনেত্রী। অনেকে আরো বলেন, বিষয়টি পুরোই লোক দেখানো।
বর্তমানে নোরা ব্যস্ত রয়েছেন ‘এন্টারটেইনারস ট্যুর’ নিয়ে। নর্থ আমেরিকাজুড়ে চলছে এই অনুষ্ঠান। এই ট্যুরে নোরার সাথে রয়েছেন অক্ষয় কুমার, দিশা পাটানি, মৌনি রায়রা।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ