ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

সফল উদ্যোক্তা শ্রীলেখা!  

প্রকাশনার সময়: ০২ মার্চ ২০২৩, ০৮:১৮ | আপডেট: ০২ মার্চ ২০২৩, ০৮:১৯
ছবি : শ্রীলেখার ফেসবুক থেকে সংগৃহীত

বাংলাদেশের একটি ওয়েব সিনেমায় কাজ করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। মূলত সিনেমাটির শুটিং শুরু হয়েছিল গত ২৫ ফেব্রুয়ারি। এতে শ্রীলেখা ও দর্শনার সাথে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা সিফাত আমিন। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাশার নির্ঝর।

এ প্রসঙ্গে নির্মাতা রাশেদ রাহা বলেন, দার্জিলিংয়ে ভালোবাসা–এর পর শ্রীলেখার সাথে এটা আমার দ্বিতীয় কাজ। ৯০ মিনিটের ওয়েব সিনেমাটিতে অনামিকা সাহা চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা।

গল্পে শ্রীলেখাকে অনামিকা সাহা চরিত্রে একজন সফল উদ্যোক্তা হিসেবে দেখা যাবে। যিনি নিজের শর্তে স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসে। বৈবাহিক জীবনে ভাঙচুর হলেও নিজের জীবনকে তিনি ভেঙে যেতে দেননি। নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। সিনেমাটিতে শ্রীলেখার প্রতিষ্ঠানের কর্মী শর্মি চরিত্রে পাওয়া যাবে দর্শনা বণিককে, পিকে বোহেমিয়ান তরুণের ভূমিকায় রয়েছেন ঢাকার অভিনয়শিল্পী সিফাত আমিন।

উল্লেখ্য, মাসখানেক আগে নিজের পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে গেছেন টালিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ