টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে অংশ নিতে ঢাকায় এসেছিলেন। ঢাকায় এসে এখানকার খাবার খেয়ে তার শরীরের ৩ কেজি ওজন বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই ভ্যারিফাইড আইডিতে এক পোস্টে এ তথ্য জানান শ্রীলেখা নিজেই। এই ওজন বৃদ্ধির জন্য দীর্ঘদিনের বন্ধু বাংলাদেশের অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তিকে দায়ী করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, ‘বাংলাদেশে হ্যাংওভার করে বেশি না, ৩ কেজি বেড়েছে। এটা রুমানা ইসলাম মুক্তি গিফট (ইমোজি) করেছে।’
এর আগে, ঢাকায় থাকাকালীন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ দেশের কোন খাবারটি বেশি ভালো লেগেছে, জানতে চাইলে শ্রীলেখা বলেন, বাংলাদেশের সব খাবার ভালো। শাহি টুকরা খেলাম। কিন্তু নিজেকে অনেক কষ্টে সংযত করেছি। কারণ, আরেক পিস খাওয়ার ইচ্ছা ছিল। সেটার লোভ সংবরণ করেছি, আমি লোভী মানুষ। আর এ দেশের আতিথেয়তার সঙ্গে পৃথিবীর কোনো দেশ প্রতিযোগিতায় পারবে না।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ