ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শুভ-বিন্দুর ‘উনিশ ২০’ 

প্রকাশনার সময়: ২৭ ডিসেম্বর ২০২২, ০৮:৩৫

আট বছরের বেশি সময় প্রায় খবরের বাইরে ছিলেন একসময়ের আলোচিত অভিনেত্রী আফসানা আরা বিন্দু। এর মধ্যে কোনো সিনেমা, টিভি নাটকে পাওয়া যায়নি তাকে। বলা চলে, অনেকটা ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। এমনকি চলচ্চিত্র ও নাটকসংশ্লিষ্ট সব ধরনের আয়োজন থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন এ অভিনেত্রী।

বিন্দু কোথায় আছেন, কেমন আছেন, কী করছেন এই প্রশ্নগুলো বিন্দুর অনুসারীদের মধ্যে বছরের পর বছর ধরে ঘুরছে। আদৌ অভিনয়ে ফিরবেন কি না, তা নিয়েও শঙ্কা ছিল। সব শঙ্কা উড়িয়ে শুটিংয়ে ফিরলেন বিন্দু।

চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন এলাকায় ‘উনিশ ২০’ এর দৃশ্যধারণে অংশ নিয়েছেন তিনি। অনেকদিন পর কাজে ফিরে বিন্দু নিজেও ভীষণ রোমাঞ্চিত।

বিন্দু বলেন, ‘আট বছর পর ক্যামেরার সামনে নিজেকে সদ্যোজাত শিল্পী মনে হচ্ছে। তবে পরিচালক, সহশিল্পী ও কলাকুশলীদের কাছ থেকে শুটিংয়ের প্রথম দিন থেকে যে ভালোবাসা ও সম্মান পাচ্ছি, তাতে আমি আপ্লুত। আগে যাদের সঙ্গে নিয়মিত কাজ হতো, তাদের আবার দেখে ভালো লাগছে। শিল্পী হিসেবে আপাতত আমি পরিচালকের কথা শুনে, মেনে কাজ করছি।’

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে শোবিজে পা রাখেন বিন্দু। হুমায়ূন আহমেদের গল্প ও তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয় করে প্রাদপ্রদীপের আলোয় উঠে আসেন। পরে অভিনয় করেছেন ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’ ও ‘জাগো’ চলচ্চিত্রে।

২০১৪ সালে বিয়ের পর কাজে অনিয়মিত হয়ে পড়েন বিন্দু। তবে আট বছর পর তরুণ নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ফিরলেন তিনি। তার বিপরীতে অভিনয় করছেন আরিফিন শুভ। সিনেমাটির লুকে কখনো বিয়ের সাজে আবার কখনো করপোরেট লুকে পাওয়া গেছে বিন্দুকে।

পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘এটা একটা ফান, গান, প্রেমের সিনেমা। ফিলগুড লাভ স্টোরি বা ফিলগুড রোমান্স জনরার হবে এই সিনেমাটি। ৯০ মিনিটের একটা ভালোলাগার জার্নি হবে। যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত ঘটেছে তারা নিজের জীবনকে রিলেট করতে পারবে এই গল্পের বিভিন্ন মোমেন্টের মাধ্যমে। আবার যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত ঘটেনি তারাও চাইবে এমন ভালোলাগার মুহূর্তগুলো তার জীবনেও ঘটুক।’

আসছে ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ